• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্লপ হয়েছে একেরপর এক মেগা সিরিয়াল, চ্যানেলের বাতিলের খাতায় জনপ্রিয় এই টেলি অভিনেত্রী!

Published on:

Star Jalsha,Bengali Serial,Neel Bhattacharjee,Srabani Bhunia,Tent Production House,ষ্টার জলসা,টেন্ট প্রোডাকশন হাউস,নীল ভট্টাচার্য,শ্রাবণী ভুঁইয়া,বাংলা সিরিয়ালের খবর

একটা সময় ছিল যখন কয়েক বছর ধরে চলত মেগা সিরিয়াল (Bengali Mega)। এখন সে সবের বালাই নেই, কেউ ৬ মাস তো কেউ মাত্র ৩ মাসেই বন্ধ হয়েছে টিআরপির অভাবে। আসলে টার্গেট রেটিং পয়েন্টই (Target Rating Point) এখন শেষ কথা। TRP কম হলেই গল্প অসম্পূর্ণ রেখে হলেও শেষ হয়ে যায় ধারাবাহিক। ২০২৩ সালে এমন একাধিক বাংলা মেগা বন্ধ হয়েছে।

পুরোনোদের বদলে এসেছে একঝাঁক নতুন সিরিয়াল। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় নায়িকারা কামব্যাক করেছেন, তো কিছুক্ষেত্রে নতুন মুখ দেখা গিয়েছে। জি বাংলা হোক বা ষ্টার জলসা দুই চ্যানেলেই একাধিক নবাগত তারকাদের দেখা যাচ্ছে। এমনকি দর্শকদের কাছে বেশ প্রশংসিতও হচ্ছেন তাঁরা। কিন্তু এসবের মাঝেই শোনা যাচ্ছে শেষ সিরিয়াল ফ্লপ হওয়ায় নাকি রিজেক্ট হয়েছেন বেশ কিছু তারকারা।

Neel Bhattacharya as Vikram Chatterjee in Bangla Medium serial

হ্যাঁ ঠিকই দেখছেন, জনপ্রিয় তারকাদের যেমন একটা সিরিয়াল শেষ হলেই পরবর্তী কাজের অভাব হয়না। তেমনি ধারাবাহিক ফ্লপ হলে ঠিক উল্টো পরিস্থিতির সম্মুখীন হতে হয়। টেলিপাড়ার সূত্রমতে ষ্টার জলসার পর্দায় আরও একটি নতুন মেগা আসতে চলেছে। ইতিমধ্যেই নাকি কাস্টিং সিলেকশন চালু হয়েছে। কিন্তু সেখানে বাদ পড়ছেন চেনা তারকারা।

আরও পড়ুনঃ গাঁটছড়ার পার্শ্ব চরিত্র থেকে নতুন সিরিয়ালের নায়িকা, দুর্দান্ত কামব্যাক করছেন ‘গঙ্গা’ অভিনেত্রী কথা

টেন্ট প্রোডাকশন হাউসের প্রযোজনায় আসন্ন সিরিয়ালের জন্য শুরুতেই নাকি নীল ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছিল। কৃষ্ণকলী খ্যাত নায়ক নীলের শেষ কাজ ‘বাংলা মিডিয়াম’। কিন্তু এত তাড়াতাড়ি তাকে আবারও ফেরাতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ। তাই জনপ্রিয় নায়ক হয়েও বাতিলের খাতায় চলে গিয়েছে তাঁর নাম।

শ্রাবণী ভূঁইয়া : Srabani Bhuniya

আরও পড়ুনঃ শেষ বেলায় বাজিমাত, ধুয়ে সাফ জ্যাস-দীপা! TRP তালিকায় রাজত্ব হল কার? রইল সেরা দশ সিরিয়ালের তালিকা

অন্যদিকে নতুন সিরিয়ালের জন্য নাকি শ্রাবণী ভূঁইয়াকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তীকালে লুক সেটের জন্য আর ডাক পড়েনি। এর অর্থ নায়িকার চরিত্র থেকে অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছে। তবে এবার একটা প্রশ্ন থেকেই যায়, কাদের দেখা যাবে জলসার নতুন মেগার নায়ক-নায়িকা হিসাবে? উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা আসা পর্যন্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥