• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গাঁটছড়ার পার্শ্ব চরিত্র থেকে নতুন সিরিয়ালের নায়িকা, দুর্দান্ত কামব্যাক করছেন ‘গঙ্গা’ অভিনেত্রী কথা

বছরের শেষে এসেও একঝাঁক নতুন সিরিয়াল (New Bengali Serial) আসছে ষ্টার জলসা থেকে জি বাংলা সর্বত্র। তবে চেনা চেনেলের ভিড়ে ধীরে ধীরে জনপ্রিয়তা পারছে সান বাংলা থেকে কালার্স বাংলারও। এবার সান বাংলাতে (Sun Bangla) নতুন একটি সিরিয়ালের ঘোষণা হয়েছে যেখানে নায়িকা হিসাবে দেখা যাবে ষ্টার জলসার জনপ্রিয় মেগা ‘গাঁটছড়া’ (Gatchhora’) অভিনেত্রীকে।

গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়। এই সিরিয়ালেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন কথা চক্রবর্তী (Katha Chakraborty)। তবে এবার আর সাইড রোল, নয় সোজা নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই নতুন মেগার প্রোমোও প্রকাশ্যে এসেছে। কোন চ্যানেল ও সিরিয়ালের নাম কি? চলুন জেনে নেওয়া যাক।

   

Katha Chakraborty as Ganga in Gaatchora

কথা চক্রবর্তীর নতুন সিরিয়ালের নাম আকাশ কুসুম। যেটা আসছে সান বাংলার পর্দায়। গল্পে কথার নাম হয়েছে ডালি। প্রোমো থেকে যেমনটা বোঝা যাচ্ছে, বড়লোক বাড়ির কাজের বৌ ছিল ডালির মা। কিন্তু ছোটবেলাতেই তাঁর মা খুনের অপরাধে জেলে যায়, চলে যাওয়ার আগে ডলিকে বলে যায় এই পরিবার আমাদের আশ্রয় দিয়েছে। এনাদের যেন কোনোদিন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে মা চলে যাওয়ার প্রিয় বাড়ির এঁটোকাঁটা খেয়ে থাকতে হবে বলতে দেখা যাচ্ছে একজনকে।

আরও পড়ুনঃ শেষ বেলায় বাজিমাত, ধুয়ে সাফ জ্যাস-দীপা! TRP তালিকায় রাজত্ব হল কার? রইল সেরা দশ সিরিয়ালের তালিকা

সান বাংলা নতুন মেগা আকাশ কুসুম কথা চক্রবর্তী : Katha Chakraborty New Serial Akash Kusum on Sun Bangla

এরপর গল্প এক ঝটকায় এগিয়ে যায় অনেকটা, দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসেছে ডালি। কিন্তু যে বাড়ির কোনোদিন কোনো ক্ষতি করতে বারণ করেছিল মা সেই বাড়ির শত্রুর সাথেই নাকি বিয়ে করছে ডালি। কেন এমনটা করছে সে? বলিদান নাকি প্রতিশোধ? এমন একটা সাসপেন্সে মোড়া প্রোমো বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

আরও পড়ুনঃ মৃত্যু দিয়েই শেষ হবে মেঘ-নীলের ভালোবাসার কাহিনী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্বের ট্র্যাক

ইতিমধ্যেই প্রোমোতে ভিউ ছাড়িয়েছে ১০ লক্ষেরও বেশি। তবে, নায়িকাকে দেখা গেলেও গল্পের নায়ককে সেটা দেখা যায়নি। তাই হিরোকে দেখার জন্য আপাতত অপেক্ষা করতেই হবে। এছাড়া কবে থেকে ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে সেই ব্যাপারেও কোনো ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে। তবে অভিনেত্রীকে নায়িকার চরিত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই।