• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজো শেষে কেমন কাটল টলি সেলেবদের দশমী? রইল তারকাজুটির সিঁদুরখেলার এক্সক্লুসিভ অ্যালবাম

Updated on:

Tollywood celebrities Bijoya Dashami special photo gallery

বিজয়া দশমী (Bijoya Dashami) মানেই সিঁদুরখেলা মাস্ট। সাধারণ মানুষের মতো তারকারাও এইদিন সিঁদুরখেলায় (Sindoor Khela) মেতে ওঠেন। চলতি বছরও এর ব্যতিক্রম হল না। রাজ-শুভশ্রী থেকে শুরু করে দেবলীনা-গৌরব, টলিপাড়ার (Tollywood) একাধিক সেলেব বিজয়া দশমীর দিন মেতে উঠেছিলেন সিঁদুরখেলায়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক টলিপাড়ার বিজয়া দশমী স্পেশ্যাল ছবি অ্যালবাম।

রাজ-শুভশ্রী (Raj Chakraborty-Subhashree Ganguly)- টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রীর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন রাজ-ঘরণী। তা সত্ত্বেও এই বছর সিঁদুরখেলা বন্ধ রাখেননি তিনি। গর্ভে সন্তান নিয়েই সিঁদুরখেলায় মেতে উঠেছিলেন টলি নায়িকা। বিজয়া দশমীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন শুভশ্রী।

Raj Chakraborty and Subhashree Ganguly Sindoor Khela

গৌরব-দেবলীনা (Gourab Chatterjee-Devlina Kumar)- বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন দেবলীনা-গৌরব। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল- সব মাধ্যমেই অবাধ বিচরণ উত্তম কুমারের নাতি-নাতবৌয়ের। সেই দেবলীনা-গৌরবকেও সিঁদুর খেলতে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ ময়ূরী আসল দোষী, নেশার ঘোরে গিনিকে সব সত্যি বলে দেবে রূপ! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Gourab Chatterjee and Devlina Kumar Sindoor Khela

আরও পড়ুনঃ দশমীতে প্রেমের সম্পর্কে শিলমোহর, রাহুল-দেবাদৃতা জুটিকে শুভেচ্ছায় ভরালো ভক্তরা

মা-কে বরণ করার পর চুটিয়ে সিঁদুর খেলেন দেবলীনা। সেই সঙ্গে নাচতেও দেখা যায় গৌরব-পত্নীকে। অপরদিকে অভিনেতাকে আবার দেখা যায় ঢাক বাজাতে। বিজয়ার দিন স্বামীর গালে সিঁদুর লাগিয়ে ক্যামেরাবন্দি হন দেবলীনা।

উদয়-অনামিকা (Uday Pratap Singh-Anamika Chakraborty)- ছোটপর্দার জনপ্রিয় জুটি উদয়-অনামিকা এই বছরই বিয়ে করেছেন। বিয়ের পর এটা তাঁদের প্রথম পুজো ছিল। স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার সিঁদুরও খেললেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমী স্পেশ্যাল ছবি শেয়ার করে উদয় লেখেন, ‘আমাদের প্রথম বরণ’। অনামিকার পাশাপাশি উদয়ও যে চুটিয়ে সিঁদুর খেলেছেন তা তাঁর শেয়ার করা ছবি দেখেই পরিষ্কার।

Uday Pratap Singh and Anamika Chakraborty Sindoor Khela

শ্রুতি-স্বর্ণেন্দু (Shruti Das-Swarnendu Samaddar)- ‘রাঙা বউ’ শ্রুতিও এই বছর বিয়ে করেছেন। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। বিয়ের পর প্রথম সিঁদুরখেলায় শ্রুতি যে বেশ মজা করেছেন তা তাঁর ছবি দেখেই পরিষ্কার।

Shruti Das and Swarnendu Samaddar Sindoor Khela

ঊষসী রায় (Ushasi Ray)- ছোটপর্দার বকুল তথা জনপ্রিয় অভিনেত্রী ঊষসীও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। আদতে অবিবাহিত হলেও ঊষসীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাতে শাঁখা-পলা সিঁথিতে সিঁদুর পরে দাঁড়িয়ে আছেন তিনি।

Ushasi Ray, Ushasi Ray Sindoor Khela

এরপরেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তাহলে কি চুপিসারে বিয়ে করে নিলেন ‘বকুল কথা’ অভিনেত্রী? উঠতে থাকে সেই প্রশ্নও। যদিও পরে জানা যায়, বিজয়া দশমীর দিন শেয়ার করলেও এই ছবিটি আসলে শ্যুটিংয়ের সময় তুলেছিলেন উষসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥