• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দশমীতে প্রেমের সম্পর্কে শিলমোহর, রাহুল-দেবাদৃতা জুটিকে শুভেচ্ছায় ভরালো ভক্তরা

Updated on:

Rahul Dev Bose Debadrita Basu dating each other

দেখতে দেখতে ফুরিয়ে গেল পুজো। বাপের বাড়ি ছেড়ে ইতিমধ্যেই কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। দেবী দুর্গার (Durga) প্রতিমা নিরঞ্জন হতেই মন খারাপের রেশ গোটা বাংলা জুড়ে। এরই মধ্যে দারুন সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose) এবং অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)। বর্তমানে তারা দুজনেই অভিনয় করছেন সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর ঠিকানা’তে (Alor Thikana)

এই সিরিয়ালে রাহুল খলনায়ক আর দেবাদৃতা নায়িকা। এমনিতে বিনোদন জগতে নায়ক-নায়িকাদের প্রেমে পড়ার ঘটনা নতুন নয়। তবে এবার বাস্তবে প্রেমে পড়েছেন পর্দার খলনায়ক আর নায়িকা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজয়া দশমীতেই একে অপরকে ভালোবাসার কথা স্বীকার করে নিয়েছেন তাঁরা।

 Alor Thikana fame Rahul Debadrita dating each other

সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে দেখা গেল একগাল হাসি নিয়ে রাহুলের বাহুলগ্না দেবাদৃতা। সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘আমাদের তরফে আপনাদের শুভ বিজয়া। ভালবাসা নেবেন। গৌরব আলোকে না পেলেও রাহুল দেবাদৃতাকে পেয়ে গিয়েছে।’

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! পর্দার ‘পুতুল’ শ্রীতমার কন্ঠে গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

এপ্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে সম্প্রতি টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ হয়েছিল রাহুলের সাথে। জবাবে দেবাদৃতার প্রেমিক রাহুল বলেছেন ‘প্রায় ৮-৯ মাস এই প্রেমকে আমরা লালন করেছি নিজেদের মধ্যে। ভেসে গিয়েছি বলতে পারেন। আমরা একে- অপরকে খুঁজে পেয়েছি। তাই বিজয় দশমীর দিন হঠাৎই দু’জনে ঠিক করলাম, আর লুকিয়ে রাখব না। সব্বাইকে জানিয়ে দেব। আমরা বলতে চাইছি, উই আর ইন লাভ।’

আরও পড়ুনঃ ময়ূরী আসল দোষী, নেশার ঘোরে গিনিকে সব সত্যি বলে দেবে রূপ! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

এইভাবেই পুজো শেষেই টেলিপাড়া পেল আরও এক মিষ্টি জুটিকে। রাহুল দেবাদৃতার পোস্টে পর্দার লাবণ্য সেনগুপ্ত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র একটি লাল হার্ট ইমোজি দিয়েছেন। এক অনুরাগী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দুজনকে বড্ড ভালো মানিয়েছে, তোমাদের সঙ্গে ভালো লাগছে। ভালো থেকো।’ অপর একজনের মন্তব্য ‘আমি প্রথম থেকেই আন্দাজ করছিলাম যে তোমরা প্রেম করছ। ভালো থেকো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥