• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিপদ এখনও কাটেনি! ICU থেকে বেরিয়ে কেমন আছেন মা? নিজেই জানালেন ‘যমুনা ঢাকি’ শ্বেতা

Updated on:

Sweta Bhattacharya,Tollywood,Actress,Mother,Unwell,Tollywood actress,Tollywood news,শ্বেতা ভট্টাচার্য,টলিউড,অভিনেত্রী,মা,অসুস্থ,টলিউড অভিনেত্রী,টলিউডের খবর,Sweta Bhattacharya mother,Entertainment,Entertainment news,Bangla khobor,শ্বেতা ভট্টাচার্যের মা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

গত কয়েকমাস ধরে শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) সময়টা একেবারে ভালো যাচ্ছে না। প্রথমে শ্যুটিং ফ্লোরে গুরুতর আহত হন অভিনেত্রীর প্রেমিক রুবেল দাস (Rubel Das)। দু’পায়ের গোড়ালি ভেঙে যায় ‘নিম ফুলের মধু’ অভিনেতার। তিনি একটু সুস্থ হতে না হতেই অসুস্থ হয়ে পড়েছেন শ্বেতার মা (Mother)। পুজোর আবহে তাই চিন্তায় দিন কাটছে অভিনেত্রীর।

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, শ্বেতার মায়ের শরীর ভালো নেই। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের অসুস্থতার দরুন নিজের কাজ বন্ধ রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি এই নিয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শ্বেতা। তিনি জানিয়েছেন, হাসপাতাল থেকে বাড়ি এলেও এখনও পুরোপুরি সুস্থ হননি তাঁর মা!

Sweta Bhattacharya mother, Sweta Bhattacharya mother unwell

দুর্গাপুজোর আবহে এখন গোটা বাংলা জুড়ে যখন সাজো সাজো রব, প্রায় সব বাড়িতেই এখন পুজো নিয়ে নানান পরিকল্পনা চলছে। কিন্তু শ্বেতাদের বাড়িতে এই বছর পুজোর আনন্দটাই যেন গায়েব হয়ে গিয়েছে। চারিদিকে সবাই উৎসবের আমেজে মত্ত থাকলেও, অভিনেত্রী নিজের বাড়িতে মন খারাপ করে বসে আছেন।

আরও পড়ুনঃ মিশকার গর্ভে সূর্যর সন্তান, DNA রিপোর্ট পেতেই তুলকালাম! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধুন্ধুমার পর্ব

এইদিন শ্বেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এবার সত্যি এখনও পর্যন্ত কিছু ভেবে উঠতে পারিনি। আচমকাই আমার মা অসুস্থ হয়ে পড়েন। একদিনের জ্বর, তারপর হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই হয়তো ভেবে নেবেন ডেঙ্গি, কিন্তু সেসব কিছু হয়নি’।

আরও পড়ুনঃ আর কিছু হারানোর নেই! জীবনের সবচেয়ে বড় শূন্যতা নিয়ে মুখ খুললেন ‘পুতুল’ অভিনেত্রী শ্রীতমা

Sweta Bhattacharya mother, Sweta Bhattacharya mother unwell

‘যমুনা ঢাকি’ নায়িকার সংযোজন, ‘লোহিত রক্ত কণিকা, শ্বেতা রক্ত কণিকা যতটা পরিমাণে থাকার কথা সেটা ওঠানামা করছিল। পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাও অনেকটা কমে গিয়েছিল। তাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। দু’দিন হল হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছি। ১০ দিন পর ফের রক্তপরীক্ষা করা হবে, তখন বোঝা যাবে সব ঠিক আছে কিনা’।

শ্বেতার কাজের নিরিখে বলা হলে, তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিকে। সেই সিরিয়াল শেষ হওয়ার পর অভিনেত্রীকে ছোটপর্দায় আর সেভাবে দেখা যায়নি। বরং ওয়েব দুনিয়ায় নাম লিখিয়েছিলেন তিনি। শীঘ্রই নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’তে শ্বেতার নতুন প্রোজেক্ট রিলিজ করতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥