বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। একাধিক আইকনিক বাংলা সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। কখনও নায়িকা, কখনও খলনায়িকা, কখনও আবার পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন তিনি। ‘ঝিলিক’, ‘তিতির’, ‘পুতুল’ শ্রীতমার ঝুলিতে রয়েছে একাধিক স্মরণীয় চরিত্র। সম্প্রতি সেই অভিনেত্রীই নিজের কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপচারিতায় বসেছিলেন।
‘কার কাছে কই মনের কথা’য় (Kar Kache Koi Moner Kotha) কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে বাবাকে হারানোর যন্ত্রণা- সবকিছু নিয়ে কথা বলতে দেখা যায় শ্রীতমাকে। জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার (Interview) দেওয়ার সময় অভিনেত্রী যেমন সাফ বলেন, তাঁর চাওয়া পাওয়ার মানুষ ছিলেন তাঁর বাবা। তিনি চলে যাওয়ার পর জীবনে আর কিছু হারানোর ভয় নেই।
কথার সূত্রেই শ্রীতমা জানান, বাবার মৃত্যুর পর এক ফোঁটা চোখের জল পড়েনি তাঁর। অনেক চেষ্টা করেও তিনি কাঁদতে পারেননি। অভিনেত্রী বলেন, ‘আমার চাওয়া পাওয়ার একটাই মানুষ ছিল। সেটা হচ্ছে আমার বাবা এবং যে মুহূর্ত থেকে সেই মানুষটা ফিজিক্যালি আমার জীবন থেকে চলে গেল সেই মুহূর্ত থেকে মনে করলাম, না আমার কিছু হারানোর আছে, না আমার কিছু পাওয়ার আছে’।
আরও পড়ুনঃ বরের দিকে নজর, ঘুষি সতীনের নাক ফাটালো ফুলকি, টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার পাশাপাশি নিজের বর্তমান প্রোজেক্ট নিয়েও কথা বলেন শ্রীতমা। ‘কার কাছে কই মনের কথা’য় কাজ করা নিয়ে যেমন অভিনেত্রী বলেন, ‘পুতুল চরিত্রটা খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। আমি জি বাংলার কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। অর্কদা, দেবলীনাদি অর্থাৎ অর্গানিকের কাছে যথেষ্টভাবে কৃতজ্ঞ আমায় বিশ্বাস করে এই চরিত্রটা দেওয়ার জন্য’।
আরও পড়ুনঃ মানুষ রিজেক্ট করার আগে, সসম্মানে সরে যাওয়া ভালো! আচমকাই বিস্ফোরক প্রসেনজিৎ
শ্রীতমা এমন একজন অভিনেত্রী যিনি নিজের কেরিয়ারের শুরুটা নায়িকা হিসেবে করলেও এখন পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। খলনায়িকার চরিত্রেও তাঁকে দেখেছেন দর্শকরা। এই বিষয়েও প্রশ্ন করা হয় পর্দার পুতুলকে। অভিনেত্রী হিসেবে এখানে আমায় পৌঁছতেই হবে, এমনটা কি কখনও ভেবেছেন শ্রীতমা?
উত্তরে ‘কার কাছে কই মনের কথা’ অভিনেত্রী স্পষ্ট বলেন, ‘আমায় এটাই বাড়ি থেকে বলা হয়েছিল যে নায়িকা হওয়ার পিছনে কখনও ছুটো না। অভিনয় করতে গিয়েছো, ভালো অভিনেত্রী হও। সেটাই চেষ্টা করে যাচ্ছি। কতটা পারছি জানি না’।