• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাইজ কত? বাথরুম থেকে পোশাক ছাড়া ছবি শেয়ার করে নিজেই জানালেন স্বস্তিকা

Published on:

Tollywood actress Swastika Mukherjee shared without make up picture in towel

টলিউড (Tollywood) অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির (Swastika Mukherjee) বয়স যেন দিন দিন কমছে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে তাঁর গ্ল্যামার এবং সৌন্দর্য। টলিপাড়ার এই নায়িকা যেমন দক্ষ অভিনেত্রী, তেমনই স্পষ্টবাদীও বটে। সমাজের ট্যাবু ভেঙে নিজের শর্তে বাঁচায় বিশ্বাস করেন তিনি। শাড়িতে যেমন অভিনেত্রী মোহময়ী, তেমনই আবার খোলামেলা বোল্ড (Bold) লুকেও মানুষের ঘাম ছুটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

সম্প্রতি যেমন বাথরুম থেকে শুধু তোয়ালে (Towel) জড়িয়ে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। কারণ শুধু তোয়ালে জড়িয়ে ছবি শেয়ার করাই নয়, নিজের শরীর নিয়েও ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী। স্তনের সাইজ থেকে শুরু করে ব্রা স্ট্র্যাপের দাগ- সব কিছু নিয়ে খোলামেলা ক্যাপশন দিয়েছেন চল্লিশোর্ধ স্বস্তিকা।

Swastika Mukherjee, Swastika Mukherjee bold, Swastika Mukherjee in towel

বাথরুম থেকে তোলা এই সাহসী সেলফিগুলি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘আমার স্তনকে আলিঙ্গন করছি। কারণ আমার শরীরের গড়ন অনুযায়ী সেগুলির মাপ হওয়া উচিত ৪০ (না ক্যামেরন দিয়াজের মতো নয়’। অভিনেত্রীর ছবিতে তাঁর দুই কাঁধে ব্রা স্ট্র্যাপের দাগ স্পষ্ট। সেকথারও উল্লেখ রয়েছে ক্যাপশনে।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা

স্বস্তিকা লিখেছেন, ‘ব্রা স্ট্র্যাপের দাগ নিয়েও অস্বস্তি হচ্ছে না। কারণ মেয়েরা যখন একটানা ১২ ঘণ্টার বেশি ব্রা পরে থাকে, তখন এই দাগ মন ভাঙার চেয়েও বেশি স্থায়ী হয়’। অভিনেত্রী এই পোস্টে একেবারে নো মেক আপ লুকে ধরা দিয়েছেন। সেই জন্য তাঁর মুখে বেশ কিছু দাগ দেখা যাচ্ছে। তবে টলি নায়িকা জানিয়েছেন, সেগুলি চামড়ার কোনও মারাত্মক অসুখ নয়। সেই জন্য সেগুলি নিয়ে কোনও অসুবিধা নেই তাঁর।

আরও পড়ুনঃ ‘বেশি কথা না বলাই ভালো…’, ইনস্টাগ্রামে দীপাকে আনফলো কেন? মুখ খুললেন পর্দার ‘সূর্য’ দিব্যজ্যোতি

Swastika Mukherjee, Swastika Mukherjee bold, Swastika Mukherjee in towel

স্বস্তিকার এই পোস্ট দেখে নেটিজেনদের একটি বিরাট অংশ যেমন তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই ট্রোলাররা আবার কুরুচিকর মন্তব্যও করেছেন। একজন মহিলা যেমন কটাক্ষ করে কমেন্ট করেছেন, ‘বাথরুমটা ব্যক্তিগত একটি জায়গা। আপনি সেখান থেকে ঠিক কী দেখাতে চাইছেন?’ যার জবাবে স্বস্তিকার একজন অনুরাগী লেখেন, ‘আপনার এতে সমস্যা কোথায়?’ তার উত্তরে আবার স্বস্তিকা লেখেন, ‘আসলে সমস্যা হওয়াটা ওনার জন্মগত অধিকার। মেয়েরা তোয়ালে জড়িয়ে ছবি তুলতে পারবে না এমনটা কি কোথাও লেখা আছে?’ অভিনেত্রীর কথায়, তোয়ালে, ফোন, ইনস্টাগ্রাম প্রোফাইল- সবকিছু তাঁর নিজের। তাই তিনি চাইলে এমন সাহসী পোস্ট করতেই পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥