• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেশি কথা না বলাই ভালো…’, ইনস্টাগ্রামে দীপাকে আনফলো কেন? মুখ খুললেন পর্দার ‘সূর্য’ দিব্যজ্যোতি

Updated on:

Dibyojyoti Dutta opens up about his alleged fight with Deepa actress Swastika Ghosh

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হিট জুটিগুলির মধ্যে একটি হল দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) জুটি। স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে সূর্য-দীপা নামেই বেশি পরিচিত তাঁরা। মাস খানেক আগে অবধি গুঞ্জন শোনা যেত, পর্দার মতো বাস্তবেও প্রেম করছেন দু’জনে। তবে সম্প্রতি সামনে এসেছে দিব্যজ্যোতি-স্বস্তিকার ঝগড়ার (Fight) খবর। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজে।

‘অনুরাগের ছোঁয়া’য় সূর্যর (Surjya) জীবনের একমাত্র ধ্যান-জ্ঞান হল বেস্ট ফ্রেন্ড মিশকাকে অন্ধের মতো বিশ্বাস করা। তাকে বিশ্বাস করে নিজের মা, স্ত্রীকেও মিথ্যেবাদী ভাবে সে। সেই জন্য দিন দিন বাড়ছে সূর্য-দীপার (Deepa) মধ্যেকার দূরত্ব। তবে পর্দার মতো বাস্তবেও যে দুই তারকার মধ্যে ভুল বোঝাবুঝি হবে, তা মোটেই ভাবেনি অনুরাগীরা।

Star Jalsha Bengali serial Anurager Chhowa fame Dibyojyoti Dutta and Swastika Ghosh unfollow each other

দিন কয়েক আগে দিব্যজ্যোতি-স্বস্তিকা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেন। কয়েক মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। হঠাৎ কী এমন হল যে এত বড় পদক্ষেপ গ্রহণ করলো সূর্য-দীপা? সবার মাথাতেই ঘুরছিল এই একটি প্রশ্ন। অবশেষে এক নামী সংবাদমাধ্যমের কাছে ঝগড়া হওয়া নিয়ে মুখ খোলেন দিব্যজ্যোতি।

আরও পড়ুনঃ মা-বউ দু’জনেই বিশ্বাসঘাতক, রাগে বাড়ি ছাড়ছে সূর্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

‘অনুরাগের ছোঁয়া’ নায়ক বলেন, বন্ধুদের মধ্যে আড়ি-ভাব লেগেই থাকে। অভিনেতার সংযোজন, ‘ঝামেলা যদি হয়েও থাকে, তাহলে সেটা আবার ঠিকও হয়ে যাবে’। অর্থাৎ স্বস্তিকার সঙ্গে যে ঝামেলা হয়েছে তা একপ্রকার মেনে নেন দিব্যজ্যোতি। তবে কী নিয়ে দু’জনের মনোমালিন্য হয়েছে তা জানাননি অভিনেতা।

আরও পড়ুনঃ বউকে অপমান করেই নায়ক থেকে খলনায়ক, দর্শকদের মতে ভিলেন বাংলা সিরিয়ালের এই তারকারা

Is everything alright between Dibyojyoti Dutta and Swastika Ghosh fans are worried

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, দিব্যজ্যোতি-স্বস্তিকা একে অপরকে আনফলো করে দেওয়ার পর ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপিও কমেছে। বেঙ্গল টপারের আসন খুইয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। কেউ কেউ এও বলছেন, সূর্য-দীপার কেমিস্ট্রি আর আগের মতো নেই। যদিও সেকথা মেনে নিতে নারাজ দিব্যজ্যোতি। এই প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট বলেন, ‘সত্যিই যদি এমনটা হতো তাহলে দর্শক তো পুরোপুরি মুখ ফিরিয়ে নিতেন। তা তো হয়নি। এই নিয়ে এর থেকে বেশি কথা না বলাই ভালো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥