• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা

Published on:

Baahubali actor might act in Sandip Ray’s Feluda film Nayan Rahashya

কয়েকদিন আগেই জানা গিয়েছে, সন্দীপ রায় ফেলুদাকে (Feluda) নিয়ে ফের সিনেমা বানাতে চলেছেন। ছবির নাম ‘নয়ন রহস্য’ (Nayan Rahashya)। শীতের ছুটির মধ্যে এসে যেতে পারে সেই সিনেমা। সত্যজিৎ-পুত্র পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে ফের দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta)। তবে খলনায়কের চরিত্রে থাকছে বিরাট চমক। শোনা গেল, আসন্ন এই সিনেমায় ভিলেনের চরিত্রে থাকবেন ‘বাহুবলী’ (Baahubali) অভিনেতা।

‘নয়ন রহস্য’ কাহিনীটি যারা পড়েছেন তাঁরা জানেন, সত্যজিৎ রায় (Satyajit Ray) সেখানে এক অতিকায় চেহারার গুণ্ডার কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, সেই গুন্ডাকে ‘দানব’ বলা হলেও অত্যুক্তি হবে না। সেই বিরাট চেহারার খলনায়কের (Villain) চরিত্রের জন্যই নির্বাচন করা হয়েছে ‘বাহুবলী’ অভিনেতাকে। এখন নিশ্চয়ই ভাবছেন, কোন অভিনেতাকে দেখা যাবে সন্দীপ রায়ের (Sandip Ray) সিনেমায়?

Sandip Ray, Sandip Ray Feluda movie

জানা গিয়েছে, ‘নয়ন রহস্য’ ছবির অতিকায় ভিলেন চরিত্রের জন্য যে অভিনেতাকে বাছা হয়েছে তাঁর নাম চরণদীপ সুরনেনি (Charandeep Surneni)। এস এস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ সিনেমায় তিনি কালকেয়র রাজার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর চরিত্রটি খুব বেশিক্ষণ দেখা যায়নি। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘বেশি কথা না বলাই ভালো…’, ইনস্টাগ্রামে দীপাকে আনফলো কেন? মুখ খুললেন পর্দার ‘সূর্য’ দিব্যজ্যোতি

শোনা গিয়েছে, সত্যজিৎ-পুত্রের ছবির জন্য সেই চরণদীপকেই খলনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। দক্ষিণী এই অভিনেতাকে তাঁর বিরাট চেহারার কারণেই নিতে চাইছেন নির্মাতারা। ইতিমধ্যেই জানা গিয়েছে, আগের ‘ফেলুদা’য় প্রধান তিন চরিত্রে যে তারকাদের দেখা গিয়েছিল, এবারও তাঁদেরই দেখা যাবে। বাকি অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচনের কাজ চলছে। খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে নাকি খানিক সংশয় ছিল। এবার সেই সংশয়ও মেটার পথে।

আরও পড়ুনঃ জেলে শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল! অতীতের কষ্টের কথা শেয়ার করলেন ‘ভাইজান’ সালমান

Baahubali actor in Feluda movie, Baahubali actor in Nayan Rahashya

প্রসঙ্গত, সংবাদমাধ্যম সূত্রে ‘নয়ন রহস্য’ ছবিতে চরণদীপের অভিনয় করার কথা জানা গেলেও, সন্দীপ রায় অথবা ছবির প্রযোজকদের তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। আশা করা যায়, শ্যুটিং শুরু হওয়ার পর এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥