• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দেখতে সুন্দর হলেই নায়িকা, আমার মেয়ের গড়ন এমন নয়!’ কাস্টিং নিয়ে বিস্ফোরক সুদীপ্তা

Published on:

Sudipta Chakraborty's explosive comment on casting of film industry

Sudipta Chakraborty talks about Casting: বাংলা বিনোদন (Tollywood) জগতের অত্যন্ত জনপ্রিয় জন অভিনেত্রী হলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। বাংলা সিনেমার পাশাপাশি একসময় তিনি দাপিয়ে অভিনয় করেছেন বাংলা সিরিয়ালেও। বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচেও কিন্তু দারুন পারদর্শী। প্রসঙ্গত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের ছেলেমেয়েরা তাঁদের দেখানো পথ অনুসরণ করে এই একই পেশাতেই নাম লেখান।

কিন্তু সুদীপ্তা চান না, তার মেয়ে তাঁর মতোই অভিনয়ের পেশাতে আসুক। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার কাস্টিং প্রসঙ্গে  বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন ‘আজকাল আর অভিনয়ের কোন দাম নেই। যেটা আছে সেটা হলো একজন অভিনেত্রীর বাহ্যিক সৌন্দর্য’।

টলিউড,Tollywood,ফিল্ম ইন্ডাস্ট্রি,Film Industry,বাংলা সিনেমা,Bengali Cinema,সুদীপ্তা চক্রবর্তী,Daughter,সুন্দর চেহারা,Good Looks,অভিনয়,Acting,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment,Sudipta Chakraborty,মেয়ে

এরপরেই গোটা ভারতীয় সিনেমার কথা টেনে এনে অভিনেত্রী বলেছেন ‘ভারতবর্ষের সিনেমাতে কাস্টিং হয় নায়িকা কত সুন্দর দেখতে তার উপর নির্ভর করে’। তাই যোগ্যতা থাকা সত্বেও যদি ভবিষ্যতে কাজ না পেয়ে কষ্ট পেতে হয় সেকথা জানিয়েই এদিন অভিনেত্রী বলেছেন তিনি চান না তাঁর মেয়ে অভিনয়ে আসুক।

এপ্রসঙ্গে সুদীপ্তা সাফ জানিয়ে দিয়েছেন অভিনয়ে আসার মতো গড়ন তাঁর মেয়ের নেই। অভিনেত্রীর কথায় ‘যে ধরণের চেহারা থাকলে প্রধান চরিত্রে কাস্ট করা হয়, সেই ধরণের চেহারা আমার মেয়ের হবে না ভবিষ্যতে। ওর গড়ন দেখলে বোঝা যায়’।

আরও পড়ুনঃ সোনার আসল পরিচয় জানতে পেরেই মাথায় বাজ! কি হবে সূর্য-দীপার ভবিষ্যৎ? ফাঁস আগাম পর্ব

টলিউড,Tollywood,ফিল্ম ইন্ডাস্ট্রি,Film Industry,বাংলা সিনেমা,Bengali Cinema,সুদীপ্তা চক্রবর্তী,Daughter,সুন্দর চেহারা,Good Looks,অভিনয়,Acting,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment,Sudipta Chakraborty,মেয়ে

আরও পড়ুনঃ বক্সিং অতীত! বিয়ে হতেই রাতারাতি স্বপ্ন ছেড়ে পেশাবদল, চরম টুইস্ট আসছে ‘ফুলকি’ সিরিয়ালে

সেইসাথে এদিন সুদীপ্তা বলেছেন ‘আমি চাই না, ও ভবিষ্যতে এটা ভাবুক আমি ওরকম নয় বলে চরিত্রগুলো পেলাম না। সেটা ওকে মারাত্মক হীনমন্যতায় ভুগবে। বাংলা সহ গোটা ভারতবর্ষে একই পরিস্থিতি। অভিনয় পারুক বা না পারুক, সে দেখতে কেমন সেটা জরুরী। তাই আমি অন্তত চাই না ও অভিনেত্রী হোক’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥