• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্সিং অতীত! বিয়ে হতেই রাতারাতি স্বপ্ন ছেড়ে পেশাবদল, চরম টুইস্ট আসছে ‘ফুলকি’ সিরিয়ালে

Published on:

Zee Bangla Phulki Serial Phulki will handle Supermarket not boxing

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki) খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে। ‘মিঠাই’র জায়গা নেওয়া এই সিরিয়াল ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে টিআরপি তালিকাতেও চমক দেখাচ্ছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু এবং নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল। রোহিত (Rohit) ও ফুলকির দুষ্টু-মিষ্টি ইতিমধ্যেই মন জিতে নিয়েছে সকলের।

‘ফুলকি’ ধারাবাহিকটি যারা প্রথম থেকে দেখছেন তাঁরা জানেন, সিরিয়ালের নায়িকা হাঁপানি নিয়েও বড় বক্সার হওয়ার স্বপ্ন দেখে। অপরদিকে নায়কও একসময় নামী বক্সার ছিল, কিন্তু কোনও কারণবশত বক্সিং (Boxing) ছেড়ে দেয়। মূলত বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল এই সিরিয়াল। তবে দর্শকদের একাংশের অভিযোগ, ধারবাহিকের গল্প যত এগোচ্ছে, ততই বক্সিংয়ের গুরুত্ব কমছে।

Phulki, Phulki promo, Phulki new promo

সোশ্যাল মিডিয়ায় অনেকেই ‘ফুলকি’কে নিয়ে ট্রোলিংও শুরু করেছেন। কেউ দাবি করছেন, জি বাংলার এই সিরিয়াল ‘মিঠাই’কে নকল করছে। কারোর আবার প্রশ্ন, বক্সিং নিয়ে শুরু হওয়া সিরিয়ালে বক্সিং কোথায়? এসবের মাঝেই প্রকাশ্যে এল ‘ফুলকি’র নতুন প্রোমো (Promo)। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে দর্শকমহলে।

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘ফুলকি’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রোহিত নতুন সুপারমার্কেট চালাচ্ছে। সেখানে কর্মচারী হিসেবে দেখা যাচ্ছে রোহিতের স্ত্রী ফুলকিকে। এরপরেই দেখানো হয়, এক কর্মচারীর অন্যমনস্কতার জন্য চাল-ডাল মাটিতে পড়ে গিয়ে মিশে যায়। আর তা দেখেই বেজায় চটে যায় রোহিত।

আরও পড়ুনঃ সবাই প্রার্থনা করো প্লিজ! দুর্ঘটনায় জখম রুবেলের জন্য আর্জি জানালেন প্রেমিকা শ্বেতা

Phulki, Phulki promo, Phulki new promo

তখনই নিজের কামাল দেখায় ফুলকি। সেই কর্মচারীকে বকা খাওয়া থেকে বাঁচাতে আর স্বামীর লোকসান বাঁচাতে চাল-ডাল একসঙ্গে প্যাকেটে ভরে ‘ঝটপট খিচুড়ি’ নাম দিয়ে বিক্রি করতে শুরু করে দেয়। স্ত্রীর উপস্থিত বুদ্ধি দেখে একেবারে হাঁ হয়ে যায় রোহিত।

আরও পড়ুনঃ নিজেই মুছবে সিঁথির সিঁদুর! নীলকে উচিত শিক্ষা দিতে তৈরী মেঘ, ফাঁস ‘ইচ্ছেপুতুল’র দুর্ধর্ষ পর্ব


সিরিয়ালের এই নতুন প্রোমো প্রকাশ্যে আসা মাত্রই দর্শকদের একাংশ তা নিয়ে হাসিঠাট্টা করতে শুরু করে দিয়েছে। একজন যেমন কমেন্ট করেছেন, ‘ছিল বক্সিং নিয়ে গল্প, আর হয়ে গেল সুপারমার্কেট’। এবার দেখা যাক, আগামী দিনে টিআরপি তালিকায় কেমন পারফর্ম করে এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥