• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি ছেড়ে কুর্তি পরে সাধভক্ষণ, ছবি ভাইরাল হতেই হবু মা শুভশ্রীকে ধুয়ে দিল নেটিজেনরা

Published on:

Tollywood actress Subhashree Ganguly shares her baby shower pictures

টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ঘরে শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। পুঁচকে ইউভান এবার বড় দাদা হতে চলেছে। কয়েক মাস আগে নিজেরাই ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছিলেন মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী। এবার ধুমধাম করে রাজ-ঘরণীর সাধভক্ষণ অনুষ্ঠানও (Baby Shower) হয়ে গেল।

মাতৃত্বকালীন এই সময় চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। স্বামী, সন্তান, পরিবার-পরিজনদের নিয়ে বেশ আনন্দেই কাটছে অভিনেত্রীর এই সময়। সাধভক্ষণ অনুষ্ঠানের ছবিতেও সেই ঝলকই দেখা গেল। যদিও এবারের অনুষ্ঠানে একটু ভিন্ন সাজে ধরা দিয়েছিলেন তিনি। আগেরবারের মতো শাড়ি না পরে এবার কিছুটা ছিমছাম লুকেই ধরা দেন টলি (Tollywood) নায়িকা।

Raj Chakraborty and Subhashree Ganguly, Subhashree Ganguly baby shower

শুভশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁকি দিলেই দেখতে পাবেন তাঁর সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি। এই অনুষ্ঠানের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন সবুজ রঙের একটি ফ্লোরাল প্রিন্টের কুর্তি। সেই সঙ্গেই ম্যাচিং কানের দুল এবং হালকা মেক আপ করেছিলেন তিনি। স্ত্রীয়ের মতোই ছিমছাম সাজে ধরা দিয়েছিলেন রাজও। গতকালের অনুষ্ঠানে পরিচালক পরেছিলেন হালকা বেগুনি রঙের একটি পাঞ্জাবি।

আরও পড়ুনঃ নিজে থেকেই মটকাচ্ছে ঘাড়! সুন্দরী যুবতীর ৩৬০ ডিগ্রি মুন্ডু ঘোরানোর ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না

সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, ‘সাধভক্ষণ’। গতকালের অনুষ্ঠানে স্বামী থেকে শুরু করে মা-বাবা সকলকে সঙ্গে নিয়ে ছবি তোলেন অভিনেত্রী। যদিও ছোট্ট ইউভানকে দেখা যায়নি কোনও ছবিতে। রাজ-শুভশ্রীর ছেলে কোথায় ছিল? সেই প্রশ্নও জিজ্ঞেস করেছেন অনেকে।

আরও পড়ুনঃ মাত্র ৩০ টাকায় ভরপেট খাবার! ‘স্মার্ট দিদি’র দোকানের কোন থালির দাম কত? রইল নন্দিনী দি’র মেনু

Raj Chakraborty and Subhashree Ganguly, Subhashree Ganguly baby shower

সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি শেয়ার করার পরেই আরও একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। রাজের বাহুডোরে আবদ্ধ হয়ে টলি নায়িকা লেখেন, ‘আদরে ভরা সন্ধ্যা’। তখন অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের একটি পোশাক। অনেকেই শুভশ্রীর এই পোশাক থেকে কমেন্ট করেছেন, ‘আগের বারের মতোই শাড়ি পরতে পারতে’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘ন্যাড়া বেলতলায় কবার যায়?’


প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগে রাজ এবং শুভশ্রী দু’জন একসঙ্গে ঘোষণা করেছিলেন শীঘ্রই দ্বিতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন তাঁরা। ইউভানের টি-শার্টে ‘বিগ ব্রাদার’ লিখে তাঁর প্রোমোশনের খবর দিয়েছিলেন ‘রাজশ্রী’। আপাতত নতুন সদস্য আসার অপেক্ষাতেই দিন গুনছেন চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥