• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজে থেকেই মটকাচ্ছে ঘাড়! সুন্দরী যুবতীর ৩৬০ ডিগ্রি মুন্ডু ঘোরানোর ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না

সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই রোজ কোনও না কোনও ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। সম্প্রতি যেমন ফের নজর কেড়েছে একটি ভিডিও। সেই পোস্টে একটি এশিয়ান মেয়েকে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওর মধ্যেই সে যা করেছে তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনদের একটি বিরাট অংশ। কেউ কেউ তো আবার ধন্দে পড়ে গিয়েছেন যে এই মেয়েটি আদৌ মানুষ নাকি ভূত!

দিন কয়েক আগে নেচার ফিভার (Nature Fever) নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এশিয়ান মেয়েটির ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাঁকে ‘নেক ড্যান্স’ (Neck Dance) করতে দেখা যাচ্ছে। একেবারে পুতুলের মতো নিজের গলাকে ডানদিক থেকে বামদিক করছেন তিনি। কখনও আবার লাট্টুর মতো ৩৬০ ডিগ্রি ঘোরাচ্ছেন। আর সেই ভিডিও দেখেই তাক লেগে গিয়েছে নেটিজেনদের।

   

Asian Girl neck dance viral video

নিমেষের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় সংশ্লিষ্ট মেয়েটির নেক ড্যান্সের এসেই ভিডিও। একের পর এক সোশ্যাল মিডিয়া ইউজাররা সেখানে কমেন্ট করতে থাকেন। কেউ লিখেছেন, ‘বাবা গো! এটা তো পুরো ভুতুড়ে সিনেমার নাচ’। কারোর আবার মত, ‘এই মেয়ে মানুষ হতেই পারে না। ভিডিওটা দেখেই কেমন একটা অস্বাভাবিক লাগছে’।

আরও পড়ুনঃ সারাদিনে কি কি খান মুকেশ আম্বানি? দেশের বিখ্যাত ধনকুবেরের ডায়েট চার্ট দেখলে চমকে যাবেন

নেচার ফিভারের তরফ থেকে অবশ্য মেয়েটির দু’টি ভিডিও শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটিতে তাঁকে নেক ড্যান্স করতে এবং দ্বিতীয়টিতে তাঁকে নিজের শরীরের ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করতে দেখা যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে নজর কেড়েছে তাঁর ৩৬০ ডিগ্রি ঘাড় ঘোরানোর বিষয়টি।

আরও পড়ুনঃ অহংকারই পতনের মূল! মাত্র ৮০ টাকায় মটন থালি নিয়ে নন্দিনীকে ওপেন চ্যালেঞ্জ ‘নতুন দিদি’র

Asian Girl neck dance viral video

ভাইরাল হওয়া এই এশিয়ান মেয়েটির (Asian Girl) নাম-পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। তবে নিজের প্রতিভার মাধ্যমে গোটা বিশ্বের মানুষদের নজর কেড়ে নিয়েছেন তিনি। অনেকেই তাঁর এই প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ তো আবার তাঁকে ভূতের ছবির জন্য অডিশন দেওয়ার পরামর্শও দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Śh Iv à (@natureferver)


যদিও এই প্রথম নয়, সোশ্যাল মিডিয়ায় আকছারই কোনও না কোনও ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কখনও কুমির পিঠে নিয়ে শিশুকে হেঁটে যেতে দেখা যায়। কখনও আবার নজর কাড়ে গ্যাস লাইটার দিয়ে চুল কার্ল করার ভিডিও। সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ার বিচিত্র ভিডিওর সম্ভার দেখে তাক লেগে যেতে পারে যে কারোর।