• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ৩০ টাকায় ভরপেট খাবার! ‘স্মার্ট দিদি’র দোকানের কোন থালির দাম কত? রইল নন্দিনী দি’র মেনু

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে গিয়েছেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী (Nandini Didi) ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। ডালহৌসির পাইস হোটেলের মালকিন এখন ইন্টারনেট সেনসেশন। প্রায় রোজই তাঁর দোকানে লেগে থাকে ইউটিউবারদের ভিড়। এমনকি বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ মদন মিত্র অবধি ‘স্মার্ট দিদি’র (Smart Didi) দোকান থেকে খাবার খেয়ে গিয়েছেন। ঠিক এতটাই জনপ্রিয় তিনি।

নন্দিনী দিদির দোকানে গেলে হামেশাই ভ্লগারদের ভিড় চোখে পড়ে। সেই সব ভিডিও প্রায় রোজই ভাইরাল হতে দেখা যায় নেটপাড়ায়। কখনও দেখা যায়, গ্রাহকদের হাসিমুখে পাত পেড়ে খেতে দিচ্ছেন ‘স্মার্ট দিদি’। কখনও আবার মেজাজও হারান তিনি। এক কথায়, ডালহৌসির এই হোটেলে নিত্যদিন হাইভোল্টেজ ড্রামা চলতে থাকে।

   

Smart didi Nandini Ganguly's pice hotel may close soon, Nandini Didi Pice Hotel food price

আপনিও যদি ভাইরাল (Viral) নন্দিনী দিদির এই বিখ্যাত পাইস হোটেলে গিয়ে খেতে চান তাহলে চলুন জেনে যাওয়া যাক এখানে কোন খাবারের কেমন দাম। জানা গিয়েছে, ‘স্মার্ট দিদি’ ওরফে মমতার (Mamata Ganguly) হোটেলে মাত্র ৩০ টাকায় ভরপেট খাবার পাওয়া যায়। এটাই সবচেয়ে কম দামের (Price) থালি। এখানে দেওয়া হয়, ভাত, ডাল, এক ধরণের তরকারি এবং আলু ভাতে। এছাড়া আপনি যদি মাছ, মাংস খেতে চান সেটাও পেয়ে যাবে এখানে। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক কোন থালির কেমন দাম।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা সত্ত্বেও বন্ধের পথে ভাইরাল পাইস হোটেল? অবশেষে মুখ খুললে ‘স্মার্ট দিদি’ নন্দিনী

ভেজ থালি (৩০ টাকা)- ডাল, ভাত, এক ধরণের তরকারি আর আলু ভাতে।

ভেজ থালি (৫০ টাকা)- ডাল, ভাত, তরকারি, আলু ভাতে আর দুই রকমের ভাজা।

আরও পড়ুনঃ অহংকারই পতনের মূল! মাত্র ৮০ টাকায় মটন থালি নিয়ে নন্দিনীকে ওপেন চ্যালেঞ্জ ‘নতুন দিদি’র

Smart Didi Nandini, Nandini Didi

মাছের থালি-চারাপোনা (৭০ টাকা)- ডাল, ভাত, আলু ভাতে, একটা ভাজা, তরকারি, মাছের ঝোল।

মাছের থালি-কাতলা (৮০ টাকা)-  ডাল, ভাত, আলু ভাতে, একটা ভাজা, তরকারি, মাছের ঝোল।

মুরগির মাংসের থালি (১০০ টাকা)- ডাল, ভাত, আলু ভাতে, একটা ভাজা, তরকারি আর মুরগির মাংসের ঝোল।

Nandini Didi, Nandini Didi pice hotel food price

খাসির মাংসের থালি (২০০ টাকা)- ডাল, ভাত, আলু ভাতে, একটা ভাজা, তরকারি আর খাসির মাংসের ঝোল।

এছাড়াও নন্দিনী দিদির দোকানে অনেক সময় পোলাও এবং মুরগির মাংস পাওয়া যায়। সেটার মূল্য হল ১৫০ টাকা। কখনও কখনও আবার ইলিশ, বাটা মাছের মতো নানান রকমের মাছও রান্না করা হয়। সেগুলোরও ভিন্ন ভিন্ন দাম থাকে। কখনও অফিস পাড়ায় এসে নন্দিনী দিদির হাতের রান্না চেখে দেখার ইচ্ছা হলে ঢুঁ মেরে দেখতেই পারেন তাঁর পাইস হোটেলে।

site