• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একি সাজ? ফাঁকা সিঁথি, সাদা পোশাকে সাধের অনুষ্ঠান, শুভশ্রীকে দেখেই ক্ষুব্ধ নেটিজেনরা

Updated on:

Tollywood actress Subhashree Ganguly second baby shower picture goes viral

পুজোর আবহে চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া বইছে। এক তো সামনেই দুর্গা পুজো। দ্বিতীয়ত শীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মাস দুয়েক পরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন টলি (Tollywood) নায়িকা। ফের একবার বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দাদা হওয়ার জন্য তৈরি পুঁচকে ইউভানও।

মাতৃত্বকালীন এই অবস্থা একেবারে চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী, সন্তান এবং কাছের মানুষদের নিয়ে বেশ আনন্দেই এই সময়টা কাটাচ্ছেন তিনি। সম্প্রতি যেমন রাজ-ঘরণীর দ্বিতীয় সাধ ভক্ষণ (Baby Shower) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে ছিমছাম সাজে এদিনের অনুষ্ঠানে ধরা দেন নায়িকা।

Subhashree Ganguly, Subhashree Ganguly educational qualification

দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার আট মাসের মাথায় শুভশ্রীর প্রথম সাধ ভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের নিয়ে নিজেদের ফ্ল্যাটেই সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী। সম্প্রতি ফের একবার সাধ খেলেন টলি সুন্দরী।

আরও পড়ুনঃ বুকে কোমরে ঝুলছে মদের বোতল! নন্দিনী দির দোকানে গিয়ে একি কান্ড স্যান্ডির? নিজেই দেখুন ভিডিও

দিনকয়েক আগে শুভশ্রীর একটি ফ্যান পেজের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি শেয়ার করা হয়। প্রথমবারের মতো এই অনুষ্ঠানেও ছিমছাম লুকে ধরা দিয়েছিলেন টলি নায়িকা। সাধ ভক্ষণ অনুষ্ঠানের জন্য সাদা রঙের একটি সালোয়ার কামিজ বেছে নিয়েছিলেন তিনি। নো মেক আপ লুকে একেবারে ঘরোয়া সাজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ সৃজন-বাবুউউর মায়ের ধ্যাষ্টামো ঘোচাতে জব্বর চাল, তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Subhashree Ganguly, Subhashree Ganguly baby shower

শুভশ্রীর দ্বিতীয় সাধ ভক্ষণ অনুষ্ঠানের এই ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। সেই সঙ্গেই অনেকে আবার তাঁর সাধের সাজ নিয়েও প্রশ্ন তোলেন।


একজন যেমন সরাসরি বলেছেন, সিঁথিতে সিঁদুর পরলে আরও বেশি সুন্দর দেখাতো হবু মা-কে। প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রথম সাধ ভক্ষণের দিনও একেবারে ছিমছাম লুকেই ধরা দিয়েছিলেন শুভশ্রী। শাড়ি ছেড়ে সবুজ রঙের একটি ফ্লোরাল প্রিন্টেড কুর্তিতে সেজে উঠেছিলেন নায়িকা। সঙ্গে পরেছিলেন মানানসই গয়না এবং চওড়া করে সিঁদুর। মা-বাবা-স্বামী এবং অন্যান্য আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন সেদিনের অনুষ্ঠানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥