• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুকে কোমরে ঝুলছে মদের বোতল! নন্দিনী দির দোকানে গিয়ে একি কান্ড স্যান্ডির? নিজেই দেখুন ভিডিও

Updated on:

Sandy Saha wears a dress made of alcohol bottle video goes viral

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই অথচ স্যান্ডি সাহাকে (Sandy Saha) চেনেন না এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া দায়। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই স্যান্ডির নানান মজার মজার ভিডিও চোখে পড়ে। দিন কয়েক আগে দেখা গিয়েছিল, ভুত সেজে ভয় দেখাতে গিয়ে ‘রোডিজ’ প্রতিযোগীর কাছে সপাটে থাপ্পড় খেয়েছেন স্যান্ডি সাহা। সেই থাপ্পড়ের চোটে একটি দাঁতও পড়ে যায় তাঁর। এবার ফের এক নতুন কাণ্ড বাঁধালেন তিনি।

স্যান্ডিকে যারা চেনেন তাঁরা জানেন, বিচিত্র কাণ্ডকারখানা করতে তাঁর জুড়ি মেলা ভার। লোকের মুখে হাসি ফোটাতে প্রায়ই নানান উদ্ভট উদ্ভট কাজ করে থাকেন তিনি। তবে এবার স্যান্ডি যা করেছেন তা দেখে চোখ কপালে উঠেছে প্রত্যেকের। সেই সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) উঠেছে হাসির রোল।

Sandy Saha, Sandy Saha alcohol bottle dress

সম্প্রতি জনপ্রিয় এই ইউটিউবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও (Video) শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, গায়ের মধ্যে মদের বোতল সেঁটেছেন তিনি। মদের বোতল দিয়ে ঢেকেছেন নিজের স্তনবৃন্ত। নিম্নাঙ্গে আবার বেশ কয়েকটি বোতল দড়ি দিয়ে বেঁধে বিকিনির মতো করে পরেছেন।

আরও পড়ুনঃ ১০ বছরে সম্পূর্ণ পাল্টে গেছে চেহারা! ছোট্ট ‘ভুতু’কে কেমন দেখতে হয়েছে? রইল ছবি

স্যান্ডি সাহার সাজ এখানেই শেষ হয়নি। দু’কানের পাশে আবার দু’টি জলের বোতলও লাগিয়েছিলেন তিনি। এই উদ্ভট লুকেই রাস্তায় নেমে নাচতে থাকেন জনপ্রিয় এই ইউটিউবার। এদিকে ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে , ‘দো ঘুট মুঝে ভি পিলাদে শরাবি’ গানটি।

আরও পড়ুনঃ পরিচালককে খুশি করতে রাতেও চলছে কাজ, ঘেমে নেয়ে কি করছেন শ্রাবন্তী?

Sandy Saha, Sandy Saha alcohol bottle dress

মদের বোতল গায়ে সেঁটে কখনও নন্দিনী দিদির পাইস হোটেলের সামনে কোমর দুলিয়েছেন স্যান্ডি, কখনও আবার জলের মাঝে দাঁড়িয়ে নেচেছেন। আর তাঁর এই কাণ্ডকারখানা দেখে হেসে লুটোপুটি খেয়েছে নেটিজেনরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে স্যান্ডির এই ভিডিও।


জনপ্রিয় এই ইউটিউবারের ভিডিও নেটিজেনদের কমেন্টে একেবারে ভরে গিয়েছে। কেউ তাঁকে নাম দিয়েছেন ‘মদেশ্বরী বৌদি’। কারোর আবার দাবি, উরফি জাভেদকেও হার মানিয়ে দেবেন বাংলা স্যান্ডি। কেউ কেউ তো লিখেছেন, ‘কী ভয়ঙ্কর! হেসে হেসেই তো শেষ হয়ে গেলাম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥