এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কাজের দিক থেকে বিশাল ব্যস্ত তিনি। তবে এসবের মাঝেও পরিবারের জন্য ঠিক সময় বের করে ফেলেন টলি সুন্দরী। শীঘ্রই আবার মা হতে চলেছেন (Pregnant) পর্দার ‘ইন্দুবালা’। চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। সেই জন্য কাজের ফাঁকে কিছুটা সময় বের করে স্বামী-সন্তানের সঙ্গে ঘুরতে চলে গিয়েছেন শুভশ্রী।
ছেলে ইউভানকে (Yuvaan Chakraborty) সঙ্গে নিয়ে ‘রাজশ্রী’ যে বিদেশে গিয়েছেন তা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। এই মুহূর্তে ছেলে-স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ায় রয়েছেন অভিনেত্রী। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। সেখানে তোলা একটি ছবিতেই নায়িকার বেবিবাম্প (Baby Bump) দেখতে পেয়েছেন নেটিজেনরা।
ইন্দোনেশিয়ায় গিয়ে একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন শুভশ্রী। পরনে ওয়ানপিস, পায়ে স্লিপার, চোখে সানগ্লাস- হবু মায়ের লুক দেখে একেবারে ফিদা হয়ে গিয়েছেন নেটিজেনরা। তবে সবকিছুর মধ্যে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেত্রী বেবি বাম্প।
দ্বিতীয় সন্তান আসার সুখবর দেওয়ার পরে বেবিবাম্প সহ কোনও ছবি শেয়ার করেননি রাজ-ঘরণী। এই প্রথমবার তাঁর বেবিবাম্প স্পট করলেন নেটিজেনরা। শুভশ্রীর শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ইউভানকে ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। রাজ সেলফি তুলছেন। সেই ছবিতেই দেখা গিয়েছে টলি ডিভার স্ফীতোদর।
আরও পড়ুনঃ সত্যজিতের ‘নায়ক’ ছবির রিমেক বানাবেন দেব! পুজোর আগেই ভক্তদের বিরাট সুখবর দিলেন অভিনেতা
ছেলে ইউভানের তিন বছরের মাথাতেই ফের নতুন সদস্য আসতে চলেছে রাজ-শুভশ্রীর ঘরে। এপ্রিল মাসেই সুখবর পেয়ে গিয়েছিলেন তাঁরা। তিন মাস হওয়ার পর সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন টলিপাড়ার এই সেলেব কাপল। চলতি বছরের শেষের দিকে, ডিসেম্বর মাস নাগাদই শুভশ্রীর দ্বিতীয় সন্তান আসবে বলে খবর।
আরও পড়ুনঃ জিতের নায়িকা হয়ে রাতারাতি সুপারস্টার, টলিউড থেকে হারিয়ে কেমন আছেন ‘সাথী’ প্রিয়াঙ্কা?
View this post on Instagram
প্রসঙ্গত, সংসারে নতুন সদস্য আসার এক্সাইটমেন্ট থাকলেও রাজ এই মুহূর্তে নিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজের সিরিজ ‘আবার প্রলয়’। সম্প্রতি শুভশ্রী জানান, আগামী ১৯ জুলাই রিলিজ করতে চলেছে ওয়েব সিরিজের ট্রেলার।