• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিতের নায়িকা হয়ে রাতারাতি সুপারস্টার, টলিউড থেকে হারিয়ে কেমন আছেন ‘সাথী’ প্রিয়াঙ্কা?

Published on:

Bengali Cinema Sathi couple Bijoy Sonali actor Jeet Priyanaka photo goes viral

How is Jeet’s ‘Sathi’ movie heroine Priyanka Upendra Now: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম সুপার হিট একটি বাংলা সিনেমা (Bengali Cinema) ‘সাথী’ (Sathi)।  এই সিনেমার হাত ধরেই বাংলা সিনেমা জগতে সাফল্যের স্বাদ পেয়েছিলেন টলিউডের বস জিৎ (Jeet)। এই সিনেমায় নবাগত জিতের নায়িকা হয়েছিলেন প্রিয়াঙ্কা উপেন্দ্র (Priyanka Upendra)। সাথী সিনেমার সেই বিজয়-সোনালী জুটির দুর্দান্ত রসায়নে মুগ্ধ হয়েছিলেন আপামর বাংলার সিনেমা প্রেমীরা।

রুপালি পর্দার সেই বিজয়-সোনালী জুটির রসায়ন আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। প্রসঙ্গত জিতের প্রথম সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরেই। বয়স ৪৫ হলেও এই বয়সেও যেন গ্ল্যামার ঠিকরে বের হচ্ছে এই সুন্দরী অভিনেত্রীর। সাথী সিনেমার পর প্রিয়াঙ্কা অভিনয় করেছিলেন ‘অগ্নিপরীক্ষা’, ‘সঙ্গী’, ‘আমার’, প্রতিজ্ঞা’, ‘গোলমাল’-এর মতো একাধিক সিনেমায়।

Jeet Sathi movie

তবে সাথী  সিনেমার মতো সাফল্য প্রিয়াঙ্কাকে আর কোন সিনেমাই দিতে পারেনি। আর ইদানিং তো বাংলা ইন্ডাস্ট্রি থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন প্রিয়াঙ্কা। যদিও এক দশক পর কিছুদিন আগেই একটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মে মাসেই মুক্তি পেয়েছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘মাস্টার অংশুমান’।

প্রসঙ্গত প্রিয়াঙ্কাকে দীর্ঘদিন বাংলা ইন্ডাস্ট্রিতে না দেখা গেলেও তিনি কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিতে দারুন সক্রিয়।  সেখানেই একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। প্রসঙ্গত সাথী সিনেমার এই সোনালী অভিনেত্রী প্রিয়াঙ্কা বিয়ে করেছেন সাউথের জনপ্রিয় সুপারস্টার উপেন্দ্র রাওয়ের সাথে। তাই বর্তমানে সাউথ ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি স্বামী এবং মেয়ে ঐশ্বর্য ও ছেলে অঙ্কুশকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর।

আরও পড়ুনঃ ‘দেবকে ব্যোমকেশ মানাবে না!’ নিন্দুকদের ট্রোলিং প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অভিনেতা

Tollywood,টলিউড,Jeet,জিৎ,Priyanka Upendra,প্রিয়াঙ্কা উপেন্দ্র,Sathi,সাথী,Heroine,নায়িকা,Unknown Fact,অজানা কথা,Bijoy,বিজয়,Sonali,সোনালী

তবে দীর্ঘদিন ধরে টলিউড থেকে দূরে থাকলেও এই ইন্ডাস্ট্রির সহ অভিনেতাদের সাথে প্রিয়াঙ্কার বন্ধুত্ব রয়েছে আজও অটুট। তাই আজও মাঝেমধ্যে কলকাতায় আসলে প্রিয়াঙ্কা দেখা করতে ভোলেন না তার সাথী অর্থাৎ জিতের সাথে। সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিৎ প্রিয়াঙ্কার একটি ছবি। আর সেই ছবি দেখেই সাথে সিনেমার পুরনো নস্টালজিয়া ফিরে পেয়েছেন দর্শক।

আরও পড়ুনঃ বহুবিবাহ-পরকীয়ায় ভরপুর! একাধিক বিয়ে দেখানো হয়েছে এই ৫ জনপ্রিয় বাংলা ধারাবাহিকে

Bengali Cinema Sathi couple Bijoy Sonali actor Jeet Priyanaka photo goes viral

প্রসঙ্গত অভিনয়ে আসার আগে ১৯৯৬ সালে মিস ক্যালকাটা হয়েছিলেন প্রিয়াঙ্কা। তারই দু’বছর পর বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় জনপ্রিয় অভিনেতা ফিরদৌস এর সাথে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। এরপর এই একই পরিচালকের সাথে ‘টক ঝাল মিষ্টি’ এবং  ‘চুপি চুপি’ নামে আরো দুটো সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥