• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি থেকে আমরা! ম্যাচিং পোশাকে একসাথে, কেমন কাটল কাঞ্চন শ্রীময়ীর চতুর্থী?

Published on:

Tollywood actress Sreemoyee Chattoraj shares picture with Kanchan Mullick on Chaturthi

টলিউড (Tollywood) অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj) এর সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চার অন্ত নেই। সত্যিই তাঁরা প্রেম করছেন কিনা এই নিয়ে প্রায় দু’বছর ধরে চর্চা চলছে। তবে নিন্দুকদের সেসব কথায় পাত্তা না দিয়ে কাঞ্চন-শ্রীময়ী আছেন নিজেদের মতো। মাঝেমধ্যেই একসঙ্গে রংমিলান্তি পোশাকে ক্যামেরাবন্দি হতে দেখা যায় তাঁদের। ব্যতিক্রম হল না চতুর্থীতেও।

এই বছর মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। তারকারাও ব্যস্ত হয়ে পড়েছেন পুজোর উদ্বোধন-পুজো পরিক্রমার কাজে। কাঞ্চন-শ্রীময়ীর পুজোও (Durga Puja) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় চতুর্থী (Chaturthi) স্পেশ্যাল ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তাঁর পাশাপাশি দেখা মিলেছে চর্চিত প্রেমিক কাঞ্চনেরও।

Fans are guessing Kanchan Mullick and Sreemoyee Chattoraj celebrated Holi together after seeing their pictures

শ্রীময়ীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি এবং কাঞ্চন দু’জনেই লাল রঙের পোশাক পরে আছেন। অভিনেত্রী পরেছেন লাল রঙের সালোয়ার, অপরদিকে অভিনেতার পরনে রয়েছে লাল রঙের পাঞ্জাবি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ অভিনেত্রীর ক্যাপশন।

আরও পড়ুনঃ ‘তুমি আশেপাশে থাকলে’র নায়িকা আসলে কে? সুন্দরী অভিনেত্রীর আসল পরিচয় চমকে দেবে

কাঞ্চনের সঙ্গে চতুর্থী স্পেশ্যাল ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে ওনার পুজোয় আমরা উপস্থিত ছিলাম। শুভ চতুর্থী’। অভিনেত্রীর ক্যাপশনে এই ‘আমরা’ লেখাটাই নজর কেড়েছে অনেকের।

আরও পড়ুনঃ জিষ্ণুকে নিয়ে আবারো নোংরা বদনাম দিল নীল! স্বামীর ব্যবহারে ফুঁসে উঠল মেঘ, ফাঁস মহাধামাকা পর্ব

Kanchan Mullick and Sreemoyee Chattoraj, Kanchan Mullick and Sreemoyee Chattoraj Chaturthi

প্রসঙ্গত, ২০২১ সাল নাগাদ আচমকাই কাঞ্চন এবং তাঁর স্ত্রী পিঙ্কির ঝামেলার খবর প্রকাশ্যে আসে। সেই সময় তাঁদের বৈবাহিক সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে উঠে আসে শ্রীময়ীর নাম। এখন আদালতে কাঞ্চন-পিঙ্কির বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সম্প্রতি অভিনেতা অভিযোগ করেছেন, পিঙ্কি তাঁকে একমাত্র ছেলের সঙ্গে দেখাটুকুও করতে দেন না।


তবে এই সময়টা কাঞ্চনের পাশে ছায়াসঙ্গী হিসেবে থেকেছেন তাঁর চর্চিত প্রেমিকা শ্রীময়ী। অভিনেতার বাড়ির পুজো থেকে শুরু করে কোনও অনুষ্ঠান- এখন প্রায় সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা যায়। আজকাল আবার রংমিলান্তি পোশাক পরার জন্য অনেকেই কাঞ্চন-শ্রীময়ীকে ‘শোভন-বৈশাখী লাইট’ তকমাও দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥