• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিষ্ণুকে নিয়ে আবারো নোংরা বদনাম দিল নীল! স্বামীর ব্যবহারে ফুঁসে উঠল মেঘ, ফাঁস মহাধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel again disrespects Jishnu Megh gets angry

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। গত কয়েক মাসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই সিরিয়াল। বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে মেঘ-নীল-ময়ূরীরা। টানটান গল্প দেখিয়ে টিআরপি তালিকাতেও বাজিমাত করছে এই ধারাবাহিক।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালে এখন দু’টো ট্র্যাক চলছে। একদিকে মেঘ-নীল-ময়ূরী এবং অন্যদিকে রূপ-গিনির জীবনে ফোকাস করেছেন নির্মাতারা। সম্প্রতি দেখানো হয়েছে, জিষ্ণুর (Jishnu) প্রতি নীলের (Neel) আচরণের দরুন তাকে ওয়ার্নিং দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি মেঘেকে (Megh) অসম্মান করায় নীলের ক্লাস বয়কট করে তার সহপাঠীরা।

Icche Putul, Icche Putul Gini and Mini

আজকের পর্বে দেখতে পাবেন, বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি এসেছে গিনি। সঙ্গে এসেছে তার দুশ্চরিত্র স্বামীও। গাঙ্গুলী বাড়ি এসে রূপ সবার সামনে এমন ব্যবহার করছে যে কেউ কল্পনাও করতে পারবে সে গিনির ওপর কতখানি অত্যাচার করে সে। নিজের সম্মান বাঁচাতে গিনিও কিছু বলছে না।

অন্যদিকে আবার জিষ্ণুর বাড়ি গিয়ে উপস্থিত হয় মেঘ। তাকে দেখে জিষ্ণু জিজ্ঞেস করে, সে কীভাবে তার বাড়ি চিনলো? তখন মেঘ তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এরপর শুরু হয় দুই বন্ধুর খোশগল্প। এতকিছুর মাঝেও অবশ্য জিষ্ণু ভাবতে থাকে তাকে নিয়ে নীলের মনে তৈরি হওয়া সকল অনিশ্চয়তা দূর করার কথা।

Icche Putul, Icche Putul Megh and Jishnu

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, যাবতীয় ভুল বোঝাবুঝি দূর করতে নীলকে নিজে থেকে ফোন করবে জিষ্ণু। কিন্তু কোনও কথা শোনা তো দূর, ফোন তুলে জিষ্ণুকে ফের অপমান করতে শুরু করবে নীল। তখনই জিষ্ণুর থেকে ফোনটা নিয়ে নেয় মেঘ। কিন্তু ফোনের ওপারে থাকা নীল সেটা বুঝতে পারে না।

জিষ্ণু ফোন ধরে আছে ভেবে নীল বলে, এতদিন ধরে আমার বৌয়ের সঙ্গে রাস্তায় ঘুরেছো, প্রেম করেছো, আর এখন তুমি ন্যাকা সাজছো? স্বামীর মুখে একথা শুনে ভীষণ রেগে যায় মেঘ। চিৎকার করে ওঠে নীলের ওপর। এই ঘটনার পর জিষ্ণু কি আদৌ পারবে সব ভুল বোঝাবুঝি দূর করতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥