• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তুমি আশেপাশে থাকলে’র নায়িকা আসলে কে? সুন্দরী অভিনেত্রীর আসল পরিচয় চমকে দেবে

Published on:

Star Jalsha Bengali serial Tumi Ashe Pashe Thakle Paro actress Angana Roy real identity

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে ভৌতিক কাহিনী নিয়ে শুরু হচ্ছে এই সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে দু’টি প্রোমো এবং সম্প্রচার শুরুর দিনক্ষণ। আগামী ৩ নভেম্বর থেকে প্রতিদিন রাত ৮টায় দেখা যাবে এই মেগা (Bengali Serial)।

নীল-তিয়াশার ‘বাংলা মিডিয়াম’কে সরিয়ে সেই স্লট নিয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য এবং নবাগতা অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। ছোটপর্দায় এটা অঙ্গনার প্রথম কাজ হলেও, বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন তিনি।

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

স্বনামধন্য পরিচালক তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্গনা। তখন অবশ্য তাঁর বয়স অনেক কম। শিশু শিল্পী হিসেবে সেই সিনেমায় কাজ করেছিলেন তিনি। সাম্প্রতিক অতীতে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে।

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে শুরু করে ‘নষ্টনীড়’, ‘রক্তকরবী’ সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন অঙ্গনা। স্ক্রিন শেয়ার করেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকাদের সঙ্গে। তবে এটা ছাড়াও, ‘তুমি আশেপাশে থাকলে’র পারোর কিন্তু আরও একটা পরিচয় (Real Identity) আছে। তাঁর মা একজন জনপ্রিয় গায়িকা।

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

অনেকেই হয়তো জানেন না, অঙ্গনা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়ের (Lajbanti Roy) একমাত্র কন্যা। লাজবন্তী যেমন সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ, তেমনই ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন। তবে এত বড় তারকার মেয়ে বলে কিন্তু কোনও বাড়তি সুযোগ পাননি অঙ্গনা। বরং নিজের প্রতিভার জোরেই আজ এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি।

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

শোনা যায়, ছোট থেকেই হিন্দি সিরিয়ালের পোকা ছিলেন অঙ্গনা। আর তখন থেকেই স্বপ্ন দেখতেন একদিন নিজেকে টিভিতে দেখার। সেই স্বপ্ন সত্যি করতেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। ‘তুমি আশেপাশে থাকলে’র হাত ধরে অঙ্গনার সেই ছোটবেলার স্বপ্নই সত্যি হতে চলেছে। এবার দেখা যাক, সিরিয়ালপ্রেমী দর্শকদের কেমন লাগে তাঁর অভিনয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥