• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঞ্চনের থেকে কী শেখে কে জানে! শিক্ষক দিবসে বিশেষ বার্তা দিয়ে নেটপাড়ায় ট্রোলড শ্রীময়ী

কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) প্রেম করছেন কিনা তা নিয়ে চর্চার অন্ত নেই। বছর দুয়েক ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। অভিনেতার সংসার ভাঙার কারণ হিসেবেও উঠে এসেছিল শ্রীময়ীর নাম। তবে তাঁরা দু’জনেই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। নিন্দুকদের কথায় পাত্তা না দিয়ে তাঁরা আছেন তাঁদের মতো।

কয়েকদিন আগেই কাঞ্চনের সঙ্গে ছবি শেয়ার করে বন্ধুত্বের ১১ বছর উদযাপন করেছিলেন শ্রীময়ী। সেই সঙ্গেই জানিয়েছিলেন রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তা নিয়ে কম হাসাহাসি হয়নি সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সম্প্রতি ফের একবার অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করলেন তিনি। রাখির পর এবার শ্রীময়ীর শিক্ষক দিবস (Teachers’ Day) স্পেশ্যাল পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

   

Sreemoyee Chattoraj's open letter for Kanchan Mullick

গতকাল নিজের বাবা-মা থেকে শুরু করে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী সহ বেশ কিছু মানুষের সঙ্গে ছবি পোস্ট করেন শ্রীময়ী। সেখানে কাঞ্চনের সঙ্গেও একটি ছবি ছিল অভিনেত্রীর। প্রত্যেককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা, যারা শুধু আমাকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করেননি, জীবনের এবং মানবিকতার মূল্যবোধ শিখিয়েছে’।

আরও পড়ুনঃ জন্মদিনে প্রেমিকা শ্বেতার গালে চুমু, ভাইরাল পর্দার ‘সৃজন’ রুবেলের বার্থডে সেলিব্রেশনের অদেখা ছবি

Kanchan Mallick and Sreemoyee Chattoraj, Kanchan Mallick and Sreemoyee Chattoraj in Oh Lovely screening

আরও পড়ুনঃ বিয়ের জন্য পাত্র খুঁজছেন মিঠাই! থাকতে হবে কি কি গুণ? নিজেই জানালেন সৌমিতৃষা

শ্রীময়ী এই পোস্ট করা মাত্রই তা নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে আসে। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স খুললেই চোখে পড়ছে একাধিক নেতিবাচক মন্তব্য। একজন যেমন লিখেছেন, ‘কে জানে কাঞ্চন মল্লিকের থেকে উনি কী শেখেন!’ অন্যান্যবার এমন নেতিবাচক মন্তব্যকে বিশেষ পাত্তা না দিলেও এবার প্রতিক্রিয়া দিয়েছেন শ্রীময়ী। তিনি লিখেছেন, ‘সত্যিই, এর চেয়ে প্রিয়তম লিখলে ভালো হতো’।


প্রসঙ্গত, দিন কয়েক আগে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্বের ১১ বছর সম্পূর্ণ হয়েছে শ্রীময়ীর। এক দশকেরও বেশি দীর্ঘ এই বন্ধুত্ব থেকে কী শিখেছেন অভিনেত্রী? শ্রীময়ী বলেন, ‘ধৈর্য। কাঞ্চনদাকে আমি ভালো সময়ে দেখেছি। আবার খারাপ সময়েও তাঁকে সামনে থেকে দেখেছি। তাঁকে একা একা কাঁদতেও দেখেছি। সেই সময় নিজের ধৈর্য ধরে রাখা খুব কঠিন। সেই ধৈর্য এবং একাগ্রতা ধরে রাখার শিক্ষাই আমি পেয়েছি কাঞ্চনদার থেকে’।

site