• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের জন্য পাত্র খুঁজছেন মিঠাই! থাকতে হবে কি কি গুণ? নিজেই জানালেন সৌমিতৃষা

Published on:

Mithai actress Soumitrisha Kundu reveals her choice of husband for Marriage

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ‘মিঠাই’ (Mithai) নামে জনপ্রিয় আজও। জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের হাত ধরেই বাংলার দর্শকদের  ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও এই সিরিয়ালের আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন সৌমিতৃষা।

কিন্তু মিঠাই সিরিয়ালের মত জনপ্রিয়তা আজ পর্যন্ত কোন ধারাবাহিক দিতে পারেনি তাঁকে। তাই টেলিভিশনের পর্দায়  সম্প্রচার শেষ হলেও আজও সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্দার মিঠাইরানীর অসংখ্য ফ্যান পেজ। ছোট পর্দায় তাঁর  সাথে সিড অভিনেতা আদৃত রায়ের রসায়ন ছিল নজর কারা।  দর্শকমহলে তাঁদের এই জুটি এতটাই হিট হয়েছিল যে একসময় দর্শকরাও ভেবেই নিয়েছিলেন তাদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,বর,Groom,ডাক্তার,Doctor

কিন্তু তা নয়, বাস্তবে আদৃতের প্রেমিকা ওই সিরিয়ালেরই দিদিয়া অভিনেত্রী কৌশম্বি চক্রবর্তী। যা নিয়ে একসময় বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর। তবে সেসব এখন অতীত। অন্যদিকে এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।তবে বসবে কেমন পাত্র পছন্দ নায়িকার? সম্প্রতি এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ‘বিয়ের জন্য তাঁর ডাক্তার পাত্রই পছন্দ’।

আরও পড়ুনঃ তৃণা থেকে শোলাঙ্কি, ছোটপর্দা থেকে শুরু করে আজ ওয়েব দুনিয়া কাঁপাচ্ছেন এই ৬ টেলি নায়িকা

তবে শুধু ডাক্তার হওয়াই যথেষ্ট নয়। কেয়ারিং স্বভাবের পাশাপাশি বৌকে ভালোবেসে রান্না করেও খাওয়াতে হবে বলে জানিয়েছেন সৌমিতৃষা। সাধারণত বিনোদন জগতের সাথে যুক্ত বেশিরভাগ নায়িকারা হয় একই পেশার সাথে যুক্ত মানুষের সাথে নইলে কোটিপতি ব্যবসায়ীদের স্বামী হিসাবে বেছে নেন। কিন্তু সৌমিতৃষার কেন ডাক্তার পাত্র পছন্দ?

আরও পড়ুনঃ সমুদ্রে গিয়েও মহাবিপদ, শিমুলের চোখের সামনেই তলিয়ে গেল পুতুল! ফাঁস টানটান উত্তেজনা ভরা পর্ব

Soumitrisha Kundu, Soumitrisha Kundu as Mithai

এর পিছনে রয়েছে ঠিক কি কারণ? এবিষয়ে বলতে গিয়ে একটা সিক্রেট ফাঁস করে অভিনেত্রী বলেছেন একবার তিনি নাকি মিঠাইয়ের সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন সেখানেই একজন ডাক্তার ডাকা হয়েছিল। তখন অভিনেত্রী ভেবেছিলেন  হয়ত কোনও হ্যান্ডসম ডাক্তার আসবেন। কিন্তু এসেছিলেন ডাক্তার কাকু। সেই থেকেই নাকি পর্দার মিঠাইরানি মনে মনে ঠিক করে নিয়েছিলেন তিনি কোনো হ্যান্ডসাম দেখতে ডাক্তারকেই বিয়ে করবেন।

প্রসঙ্গত ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সদ্য বড় পর্দায় পা রেখেছেন মিঠাই। বর্তমানে টলিউড সুপারস্টার দেব-এর সাথে আসন্ন সিনেমা ‘প্রধান’-এর শুটিং এর জন্য উত্তরবঙ্গে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া আপডেট দিতে দেখা যাচ্ছে নায়িকাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥