• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘প্রাণ হাতে নিয়ে এসেছি’, সোশ্যাল মিডিয়াতে শ্রীলেখার ভিডিও দেখেই দুশ্চিন্তায় নেটিজেনরা

Published on:

Sreelekha Mitra,Tollywood,Social media,Viral,Post,Actress,Mountain,Tollywood actress,Tollywood news,শ্রীলেখা মিত্র,টলিউড,সোশ্যাল মিডিয়া,ভাইরাল,পোস্ট,অভিনেত্রী,পাহাড়,টলিউড অভিনেত্রী,টলিউডের খবর

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এক তারকা হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। এবার সেই শ্রীলেখাই পাহাড়ে (Mountain) ঘুরতে গিয়ে মহাবিপদে পড়লেন! রীতিমতো প্রাণ নিয়ে টানাটানি হওয়ার জোগাড় হয় তাঁর।

এমনিতে পাহাড়প্রেমী হিসেবেই পরিচিত শ্রীলেখা। পাহাড়ের কোলে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন তিনি। সম্প্রতি যেমন দুম করে প্ল্যান বানিয়ে পাহাড়ের উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন টলি সুন্দরী। একা একা উত্তরাখণ্ডের হৃষীকেশ ঘুরছেন তিনি। কিন্তু সেখানে ঘুরতে যাওয়ার সময় যে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে তা হয়তো দুঃস্বপ্নতেও কল্পনা করেননি শ্রীলেখা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন তিনি।

Sreelekha Mitra, Sreelekha Mitra mountain experience

সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘অবশেষে পৌঁছলাম। বাকি তথ্য ইউটিউবে দেবো। মোটামুটি প্রাণ হাতে করে পৌঁছলাম’। অভিনেত্রীর এই পোস্ট দেখেই বেশ চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরা। শ্রীলেখার কী হয়েছে? তিনি এখন ঠিক আছেন তো? এমন হাজার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তাঁদের মনে।

আরও পড়ুনঃ গিরগিটির মতো রঙ বদলায়, কাজে আর কথায় গড়মিল পেতেই ‘মিথ্যেবাদী’ তকমা পেলেন নন্দিনী দিদি!

শ্রীলেখা জানান, ‘কয়েকদিন পাহাড়ে থাকবো ভেবেছিলাম। কিন্তু এই রকম অভিজ্ঞতা হবে জানলে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতাম’। অভিনেত্রীর কথায়, ‘অনেকটা রাত। আমি একা একা। ওপরে ওঠার কোথাও রাস্তা নেই বললেই চলে। হোটেলকর্মীরাও আমায় আগে থেকে কিছু জানাননি। আচমকা দেখলাম মাঝখানে এক জায়গায় কোনও রাস্তা নেই। গাড়ি আর যাবে না। গাড়ি যাতে গড়িয়ে না যায় সেই জন্য আমি নিজেই গাড়ির চাকায় পাথর দিই। একটা মারাত্মক অভিজ্ঞতা হল আমার’।

আরও পড়ুনঃ চোখের সামনে থেকে কিডন্যাপ রুচিরা, নতুন বিপদে পর্ণা! ‘নিম ফুলের মধু’র দুর্ধর্ষ পর্ব না দেখলেই মিস

Sreelekha Mitra, Sreelekha Mitra mountain experience

প্রাণ হাতে নিয়ে অবশেষে পাহাড় পৌঁছেছেন শ্রীলেখা। অনেক কষ্ট করেই সেখানে পৌঁছেছেন অভিনেত্রী। তবে সকাল হওয়া মাত্রই চারপাশ দেখে মন বদল হয়ে গিয়েছে টলি নায়িকার। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ে বেশ ভালোই আছেন তিনি। আপাতত এখন সেখানেই কয়েকটা দিন কাটাতে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥