এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই চলছে টানটান উত্তেজনার পর্ব। কিছুদিন আগেই এই ধারাবাহিকে হাজির হয়েছে পর্ণার (Parna) চরম শত্রু ইশা। তারপরেই ইদানিং দেখা যাচ্ছে শহরজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে একদল ছিনতাইবাজ।
সেই ছিনতাইবাজরা ইতিমধ্যেই দত্তবাড়ির সদস্যদের ফোন, টাকা, গয়না চুরি করে নিয়েছে। প্রথমে বাবুর মা কৃষ্ণার সোনার হার দিনের আলোতেই টান মেরে খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তারপর পর্ণার শ্বশুরমশাইয়ের ফোন চুরি করে নিয়েছে রাস্তা থেকে। আর তারপরেই সম্প্রতি ‘মানেটা কি’ জেঠুর হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শ্বাশুড়ির গয়না চুরি হওয়ার পর থেকেই ছিনতাইবাজদের ধরতে উঠে পড়ে লাগে পর্ণা।
তাই নিজের বুদ্ধি খাটিয়েই সে ওই ছিনতাইবাজদের ছিনতাই করার ছকটা ধরে ফেলে। তারপর সেই মতোই নির্দিষ্ট জায়গায় পুলিশ নিয়ে পর্ণা। কিন্তু শেষ রক্ষা হয়নি, একটুর জন্যই সেদিনও চোখের সামনে থেকেই ছিনতাই হয়ে গিয়েছিল এক বয়স্ক মহিলার গয়না। আর তারপরেই পর্ণার কাছে ছিনতাইবাজদের লিডার মেঘনাদের থেকে আসে একটি হুমকি ফোন। আর সেই হুমকি ফোন অনুযায়ীই সৃজনের বাবা আর জেঠুর থেকে পরপর ফোন আর টাকা ছিনতাই হয়ে যায়।
আরও পড়ুনঃ রূপ নয় মেঘের জীবন তছনছ করতে ভিলেন হবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আসন্ন ট্র্যাক
তারপর দেখা গিয়েছে পর্ণার কথাতেই চোরা বাজারে তল্লাশি চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সেই দুষ্কৃতী আসলে দলের লিডার মেঘনাদের কথাতেই ইচ্ছা করেই পুলিশের কাছে এসে ধরা দেয়। কারণ এটাই আসলে ছিল পর্ণাকে নতুন ফাঁদে ফেলার প্রথম ধাপ। শুধু তাই নয় আজকের পর্বেই দেখা যাবে এতদিন সোনা-গয়না,টাকা-পয়সা চুরি করলেও এবার পর্ণা আর পুলিশের চোখের সামনে দিয়েই মানুষ ছিনতাই করবে মেঘনাদ।
https://youtu.be/oj3t8LM8IDU?si=Nt27gccA0LiY-lD7
এদিন পর্ণা রুচিরা,স্যান্ডি আর চয়নকে নিয়ে পুলিশের সাথে তাদের অপারেশনে যাবে। কিন্তু সেখানেই কয়েক সেকেন্ডের মধ্যে ছিনতাইবাজরা রুচিরার মুখে রুমাল চাপা দিয়ে তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যাবে। শুধু তাই নয় তারপর পর্ণার কাছে ফোন আসবে রুচিরাকে প্রাণে বাঁচাতে চাইলে তার হাতে তাদের বাড়ির পুরনো গণেশ মূর্তি তুলে দিতে হবে। এখন দেখার আগামি পর্বে পর্ণা কিভাবে রুচিরাকে বাঁচায় আর সত্যি সে ওই গণেশ মূর্তি ছিনতাইবাজ মেঘনাদের হাতে তুলে দেয় কিনা?