• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোলাপি বিকিনিতে পুলে, ভেজা শরীরে হবু বৌমাকেও টেক্কা দিলেন শ্রাবন্তী, হুড়মুড়িয়ে ভাইরাল ছবি

টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা লেগেই থাকে। অভিনেত্রীর কর্মজীবনের মতোই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের আগ্রহ ব্যাপক। টলি (Tollywood) সুন্দরী কোথায় ঘুরতে গেলেন? কার সঙ্গে গেলেন? সব কিছু জানা চাই তাঁদের। সম্প্রতি যেমন ফের নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী।

শ্রাবন্তী এই মুহূর্তে কলকাতায় নেই। দুর্গাপুজো মিটতেই ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছেলে অভিমন্যু চ্যাটার্জী (Abhimanyu Chatterjee) এবং তাঁর প্রেমিকা দামিনী ঘোষের (Damini Ghosh) সঙ্গে থাইল্যান্ড উড়ে গিয়েছেন নায়িকা। সেখানেই হবু বৌমার জন্মদিনও সেলিব্রেট করেন অভিনেত্রী। একান্তে কিছুটা সময় কাটান তিনজনে।

   

Srabanti Chatterjee on Abhimanyu Chatterjee and Damini Ghosh live in

এমনিতে শ্রাবন্তীর মতোই তাঁর ছেলের প্রেমজীবনও বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। ১৮-র গণ্ডি টপকানোর আগে থেকেই দামিনীর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন অভিমন্যু। ছেলের এই সম্পর্কে সম্পূর্ণ সায় রয়েছে শ্রাবন্তীরও। দামিনীর সঙ্গে সুন্দর সম্পর্ক তাঁর।

আরও পড়ুনঃ সূর্যর সন্তানের মুখ চেয়ে মিশকাকে ঘরে তুলবে দীপা! মাথায় হাত লাবণ্যর, ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

এই মুহূর্তে ছেলে অভিমন্যু এবং দামিনীর সঙ্গেই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন টলি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ট্রিপের একাধিক ছবি। সম্প্রতি যেমন সুইমিং পুলের নীল জলে গা ভেজানোর ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। পরনে গোলাপি বিকিনি, চোখে সানগ্লাস- একেবারে সুপারহট লুকে ধরা দিয়েছেন নায়িকা।

আরও পড়ুনঃ বাবুউউর মা-ইশার পর কুচুটে দিদিমা, একাই ট্রিপল ভিলেন সামলাবে পর্ণা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Srabanti Chatterjee in Pink bikini in Swimming pool

যদিও এই প্রথম নয়, ছেলে অভিমন্যু এবং তাঁর প্রেমিকা দামিনী সঙ্গে মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন শ্রাবন্তী। তা নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না অভিনেত্রীকে। তবে টলি সুন্দরীর সাফ জবাব, ‘কুছ তো লোগ কহেঙ্গে! আমার একটাই জীবন। আর আমি তো কিছু ভুল করছি না’।

প্রসঙ্গত, শ্রাবন্তী এবং তাঁর প্রথম স্বামী তথা পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান হল অভিমন্যু ওরফে ঝিনুক। টলিপাড়ার চর্চিত স্টারকিডদের মধ্যে একজন তিনি। ভবিষ্যতে মা-বাবার মতোই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে তাঁর। তবে মায়ের মতো ক্যামেরার সামনে নয়, বরং বাবার মতো ক্যামেরার পিছনের কাজেই ঝোঁক বেশি অভিমন্যুর। ইতিমধ্যেই ‘মানবজমিন’ ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করে ফেলেছেন শ্রাবন্তী-পুত্র।