• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাওয়ায় পোশাক উড়ে যেতেই বেরিয়ে গেল …! সমুদ্রের ধারে এ কি করলেন শ্রাবন্তী?

Updated on:

Srabanti Chatterjee oops moment in sea beach video goes viral

গত ১৩ আগস্ট ছিল টলি (Tollywood) সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জন্মদিন। ৩৭ বছরে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনের পর ১১ দিন কেটে গেলেও শ্রাবন্তী এখনও ছুটির মেজাজেই রয়েছেন। এখন যেমন দিদি এবং কাছের বান্ধবীদের সঙ্গে ঘুরতে চলে গিয়েছেন তিনি। সাগর পাড় থেকে একাধিক ছবি, ভিডিও (Video) শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

কখনও দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে বসে চাঁদের আলো গায়ে মেয়ে ডিনার করছেন শ্রাবন্তী। কখনও আবার চুমুক দিচ্ছেন পানীয়ের গ্লাসে। সব মিলিয়ে এই ট্রিপে চুটিয়ে মজা করছেন তিনি। আসলে কাজের ফাঁকে একটু ফাঁকা সময় পেয়েছেন, তাতেই খানিক জিইয়ে নিচ্ছেন টলি সুন্দরী। তবে সম্প্রতি সাগর পাড়ে (Sea Beach) নাচতে গিয়ে একটি কাণ্ড বাঁধিয়ে বসেন পর্দার ‘দেবী চৌধুরানী’।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee dance

বৃহস্পতিবার বিকেলে লাল শর্ট ড্রেস পরে একটি ভিডিও শেয়ার করেন শ্রাবন্তী। সেই ভিডিওয় খালি পায়ে সমুদ্রের ধারে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অফ শোল্ডার ড্রেসে বেশ মোহময়ী লাগছে তাঁকে। কিন্তু গণ্ডগোল বাঁধে অন্য জায়গায়।

আরও পড়ুনঃ পাপের ফল! দোষ স্বীকার করলে তবেই ময়ূরীকে রক্ত দেবে মেঘ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধষ পর্ব

Srabanti Chatterjee, Srabanti Chatterjee dance in sea beach

শ্রাবন্তীর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, সমুদ্রের উত্তাল হাওয়ায় বেসামাল হয়ে গিয়েছে তাঁর লাল শর্ট ড্রেস। হাওয়ায় তাঁর পোশাক এতখানি উঠে যায় যে সাদা রঙের অন্তর্বাস দৃশ্যমান হয়ে ওঠে। অরিজিৎ সিং এবং জাসলিন রয়্যালের গাওয়া ‘হিরিয়ে’ গানের সঙ্গে এই ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরালেও, নিন্দুকরা কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি।

আরও পড়ুনঃ একেবারে নির্লজ্জ্ব! মেয়ে-বউকে ছেড়ে মিশকার গলাতেই মালা দেবে সূর্য, ফাঁস আগাম পর্ব


কেউ শ্রাবন্তীর এই ভিডিও দেখে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কেউ আবার লিখেছেন, ‘বিচ্ছিরি লাগছে’। তবে সোশ্যাল মিডিয়ায় কটু কথা শুনলেও অতীতের মতো এবারও কোনও পাল্টা জবাব দেননি টলি নায়িকা। ট্রোলারদের পিছনে এক মুহূর্ত সময় ব্যয় করতে চান না তিনি। সেই জন্য নিন্দুকদের নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে, নিজের মতো করে জীবন উপভোগ করে চলেছেন শ্রাবন্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥