• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর মাঝেই চতুর্থ বিয়ের প্রস্তুতি? ফাঁস হতেই ভাইরাল টুকটুকে লাল বেনারসিতে শ্রাবন্তীর ছবি

Published on:

Tollywood actress Srabanti Chatterjee looks gorgeous in red Benarasi

টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে চর্চা-বিতর্ক চলতেই থাকে। ব্যক্তিগত জীবনে একাধিক চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন তিনি। তিনবার বিয়ে করেও মেলেনি সংসার-সুখ। তবে অভিনেত্রী নেতিবাচকতা থেকে শত হাত দূরে থাকতেই পছন্দ করেন। জীবন একটাই, তাই নিজের শর্তে বাঁচাতেই বিশ্বাস করেন শ্রাবন্তী।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলের মুখে পড়লেও নিজের কাজ ঠিক চালিয়ে যান টলিউড (Tollywood) নায়িকা। সম্প্রতি যেমন অভিনেত্রীর নতুন পোস্ট ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সমাজমাধ্যমে। চতুর্থীর (Chaturthi) দিন টুকটুকে লাল বেনারসীতে সেজে উঠেছিলেন শ্রাবন্তী। সোনালি জড়ির কাজ করা সেই শাড়ির সঙ্গে মানানসই গয়না এবং হালকা মেক আপ করেছিলেন অভিনেত্রী। মেসি বান আর ছোট্ট টিপে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee in red Benarasi

ছবিটি শেয়ার করে শ্রাবন্তী ক্যাপশনে লেখেন, পুজো (Durga Puja) মানে তাঁর কাছে স্রেফ আনন্দ-সুখ আর জমাটি আড্ডা। অভিনেত্রীর কথায়, ‘পুজো মানেই আনন্দ সুখ, পুজো মানেই আড্ডা। পুজোর আপন মনে গেয়ে ওঠে মনটা।… ব্যাকুল হৃদয় বছর জুড়ে থাকে অপেক্ষা…’।

আরও পড়ুনঃ ‘এখনকার সবাই আঁতেল’! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক জনপ্রিয় খলনায়ক সুমিত গাঙ্গুলি

লাল টুকটুকে বেনারসিতে শ্রাবন্তীর এই সাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। টলি সুন্দরী মিমি চক্রবর্তী যেমন লাল রঙের হৃদয়ের ইমোজি দিয়ে নিজের ভালোলাগার কথা জাহির করেছেন। পাশাপাশি টলি সুন্দরীকে শারদ শুভেচ্ছাও জানিয়েছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুনঃ নেশার ঘোরে মেঘেকে ভুলে ময়ূরীর সাথে একি করল নীল? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় পর্ব

Srabanti Chatterjee, Srabanti Chatterjee in red Benarasi

প্রসঙ্গত, শ্রাবন্তী এই মুহূর্তে নিজের আগামী ছবি ‘দেবী চৌধুরানী’র কাজ নিয়ে বেজায় ব্যস্ত। পুজো মিটতেই আগামী নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বড়পর্দায় দেবী চৌধুরানীর চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে এখন উদয়াস্ত পরিশ্রম করছেন শ্রাবন্তী। ঘোড়া চালানোও শিখেছেন টলি নায়িকা। মেগা বাজেট এই সিনেমায়র সাফল্য সুনিশ্চিত করতে অভিনেত্রী যে কোনও খামতি রাখতে চাইছেন না তা কিন্তু বেশ পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥