• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর বিয়ে করতে চাই না, তিনবার বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী

Published on:

Tollywood actress Srabanti Chatterjee interview

Srabanti Chatterjee on her Birthday : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) চর্চিত ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁর কর্মজীবনের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতুহল বেশি। অভিনেত্রীর জীবনে নতুন প্রেম এল কিনা, কার সঙ্গে তিনি সম্পর্কে জড়ালেন, এসব কিছু নিয়ে চর্চা চলতেই থাকে। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার (Interview) দেওয়ার সময় এই বিষয়ে মুখ খোলেন টলি সুন্দরী নিজে।

২৫ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর বন্ধু বেশি হল নাকি শত্রু?

শিশুশিল্পী হিসেবে টলিউডে পথচলা শুরু হয়েছিল শ্রাবন্তীর। এরপর দেখতে দেখতে প্রায় আড়াই দশক কাটিয়ে ফেলেছেন। এই সময়কালে যেমন অনেক বন্ধু হয়েছে, তেমন নিশ্চয়ই অনেক শত্রুও হয়েছে? তবে দু’টোর মধ্যে কোনটা বেশি হল? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে যত নেতিবাচক ঘটনাই ঘটুক না কেন, আমি মানুষটা ভীষণ পজেটিভ। আমি বুঝি না, কে আমার শত্রু। আসলে সকলেই আমার সামনে ভালো ব্যবহার করে। সেই কারণেই হয়তো বুঝি না’।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee interview

জীতুর সঙ্গে নাম জড়ানোয় খারাপ লাগে!

মাস খানেক আগে জীতু কমল এবং নবনীতা দাসের বিচ্ছেদের কথা সামনে আসে। এরপর থেকে নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে কাঠগড়ায় তুলছেন। অনেকেরই দাবি, শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বিয়ে ভেঙেছে অভিনেতার। এই বিষয়ে কী বলবেন অভিনেত্রী? উত্তরে শ্রাবন্তী সাফ বলেন, ‘যখন এগুলো শুনি খুব খারাপ লাগে। ওঁর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে না হচ্ছে আমার দেখার বিষয় না। আর আমি জীতুকে ২০১২ সাল থেকে চিনি। এখন যেহেতু ওঁর সঙ্গে কাজ করছি, সেই জন্য আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুনঃ বিন্দু মাসির পর এবার হাজির ‘বিন্দা মেসো’! নিত্য নতুন টুইস্টে দর্শকদের মন কাড়ছে ‘নিম ফুলের মধু’

Jeetu Kamal and Srabanti Chatterjee

কলেজে পা দেওয়ার আগেই শ্রাবন্তীকে ‘শাসন’ করে ছেলে!

টলিউডে কেরিয়ার শুরু হতে না হতেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। বিয়ের এক বছরের মধ্যেই অভিনেত্রীর কোল আলো করে আসে ছেলে ঝিনুক ওরফে অভিমন্যু। সেই সময় শ্রাবন্তীর বয়স মাত্র ১৬। এখন সেই ঝিনুক যৌবনে পা রেখেছেন, শীঘ্রই কলেজ জীবন শুরু হবে, দুশ্চিন্তা হয় নায়িকার? জবাবে শ্রাবন্তী বলেন, ‘ছেলের আমায় নিয়ে দুশ্চিন্তা হয়। ওর কথায়, আমি নাকি ১৬-তেই আটকে আছি! এমনিতে ছেলেরা মাকে ভয় পায়, আমি নিজের ছেলেকে ভয় পাই! আমি পার্টি করলে ও শাসন করে। ও অনেকটা পরিণত’।

আরও পড়ুনঃ স্মার্ট ওয়াচ পরে পরীক্ষায়, শুরু থেকেই গাঁজাখুরি! ‘তোমাদের রাণী’র প্রথম প্রোমো দেখেই ধুয়ে দিল দর্শকেরা

Srabanti Chatterjee son, Srabanti Chatterjee and Abhimanyu Chatterjee

বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান শ্রাবন্তী?

একবার-দু’বার নয়, তিনবার বিবাহবিচ্ছেদের যন্ত্রণা সহ্য করেছেন শ্রাবন্তী। কিন্তু তবু জীবন এখনও অনেকটা বাকি। শ্রাবন্তী কি তাই ফের বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে চান? জবাবে টলি নায়িকা সাফ বলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব রয়েছে। তবে আমি আর প্রেমে পড়তে অথবা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥