• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মার্ট ওয়াচ পরে পরীক্ষায়, শুরু থেকেই গাঁজাখুরি! ‘তোমাদের রাণী’র প্রথম প্রোমো দেখেই ধুয়ে দিল দর্শকেরা

Published on:

Star Jalsha Upcoming Serial Tomader Rani mistakes pointed out by viewers and trolled on social media

Star Jalsha Tomader Rani Serial Promo Mistakes : টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল (New Bengali Mega) শুরু হওয়াটা এখন একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। প্রায় প্রতি মাসেই কোনো না কোনো চ্যানেলে আসছে একের পর এক নতুন সিরিয়াল। এটাই এখন বাংলা টেলিভিশনের জগতের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়েই এবার আসতে চলেছে স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। একদিন আগেই এই নতুন সিরিয়ালের প্রোমো এনে সবাইকে চমকে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ।

আসলে এই নতুন সিরিয়ালের ব্যাপারে আগে থেকে কাক পক্ষীও টের পায়নি। বিবাহিত হওয়ার পাশাপাশি এক সদ্যজাত সন্তানের মা এই রাণী। যে পড়াশুনা করে ডাক্তার হয়ে স্বাবলম্বী হতে চায়। এই ধারাবাহিকের নায়ক নায়িকা দুজনেই নতুন।  এই ধারাবাহিকের নায়িকা রাণী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার (Avika Malakar)

Star Jalsha upcoming Bengali serial Tomader Rani casting

আর নায়ক দুর্জয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্ক প্রভ (Arka Provo)-কে। তবে শুরুতেই এই নতুন সিরিয়ালের কনসেপ্ট ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে বিষয়বস্তু ভালো হলেও দর্শকদের চোখ এড়িয়ে যাওয়া কিন্তু মুশকিল।  তাই এই নতুন সিরিয়ালের প্রথম প্রমোতে থাকা দুটি ভুল নজর এড়িয়ে গেল না দর্শকদের।

আরও পড়ুনঃ ‘তোমাদের রানী’ এর নায়ক-নায়িকাদের চেনেন? রইল স্টার জলসার নতুন জুটির নাম সহ আসল পরিচয়

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,নতুন প্রোমো,New Promo,তোমাদের রাণী,Tomader Rani,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কি ভুল আছে তোমাদের রাণীর প্রোমোতে?

এ প্রসঙ্গে একজন দর্শক প্রমোতে থাকা নায়িকা রাণীর একটি দৃশ্য শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘প্রোমোটার শুরুতেই একটু ভুল আছে । ভুল এখানেই যে এটাকে কলেজের semester exam না বলে , “মেডিক্যাল অ্যাডমিশন বলা হয়েছে। কারণ ইন্ডিয়াতে মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট মানে নেট-এ অনেক কড়াকড়ি ব্যাপার থাকে । সেখানে অ্যসপিরিয়ান্ট কখনোই স্মার্ট ওয়াচ পড়ে যেতে পারে না।’

আরও পড়ুনঃ নীলের অ্যক্সিডেন্ট হতেই মেঘের অভিমান গলে জল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

সেইসাথে সংযোজন ‘বোর্ড নিয়ে যেতে পারে না। আর এরম এক্সাম এর মাঝে তো হুট করে আরই ঢুকতে পারবে না । সব কিছুর রুলস রেগুলেশন আছে। আর তাছাড়া মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট-এর রেজাল্ট এরম কলেজ ম্যানুয়াল বেরোয় না। অনলাইনে জেনারেট হয়। তাই এটাকে সেমেস্টার এক্সাম বলাই উচিত ছিল। আশা করছি পরের প্রোমোতে সব ঠিক হবে। বাকী সব ঠিক আছে । কনসেপ্ট টা সুন্দর। নায়ক নায়িকা খুব সুন্দর। সিরিয়ালটা যেনো সফল হয়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥