• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিন্দু মাসির পর এবার হাজির ‘বিন্দা মেসো’! নিত্য নতুন টুইস্টে দর্শকদের মন কাড়ছে ‘নিম ফুলের মধু’

Bengali Mega Neem Phooler Madhu Viral Episode : টিআরপির (TRP) লড়াইয়ে শুরু থেকেই ভালো ফল করছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কূটকচালির ভিড়ে একান্নবর্তী পরিবারের কাহিনী দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে সৃজন-পর্ণারা। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে থাকে সেই সিরিয়াল (Bengali Serial)। এখনও অবধি বেঙ্গল টপার না হলেও, চর্চিত ধারাবাহিকের তালিকায় ওপরের দিকেই থাকবে ‘নিম ফুলের মধু’র নাম।

চেনা ছক ভেঙে শুরু থেকেই ভিন্ন স্বাদের গল্প বলার চেষ্টা করে আসছে ‘নিম ফুলের মধু’। দজ্জাল শাশুড়ি এবং শ্বশুরবাড়ির সবার মন জয় করার জন্য জন্য বিয়ের পর থেকেই হাজার চেষ্টা করে আসছে পর্ণা (Parna)। আস্তে আস্তে শ্বশুরবাড়ির অনেকের মন জিতে নিলেও, ‘বাবুউউর মা’ এখনও গলেননি। যদিও তাই বলে হার মেনে নেয়নি পর্ণা। এখনও তেতোটুকু পার করে মিষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে সে।

   

Neem Phooler Madhu serial Parna's fashion show with Dutta family

পর্ণাকে ফাঁসাতে বটুসোনা-তিন্নির মারাত্মক প্যান

দত্ত বাড়ির বৌ হয়ে আসার পর থেকে একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে পর্ণা। এখন যেমন তাকে লড়তে হচ্ছে সুপ্রকাশ বটব্যাল ওরফে তিন্নির ‘বটুসোনা’র (Botu Sona) বিরুদ্ধে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ‘বটুসোনা’র অবৈধ সোনা পাচারের ব্যবসা ফাঁস করে দিয়েছে পর্ণা। পুলিশ তাকে গ্রেফতারও করে। কিন্তু ঠিক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সুপ্রকাশ।

আরও পড়ুনঃ স্মার্ট ওয়াচ পরে পরীক্ষায়, শুরু থেকেই গাঁজাখুরি! ‘তোমাদের রাণী’র প্রথম প্রোমো দেখেই ধুয়ে দিল দর্শকেরা

দত্ত বাড়িতে ‘বিন্দা মেসো’র এন্ট্রি

পুলিশ হেফাজত থেকে পালিয়ে তিন্নির সাহায্যে ছদ্মবেশে দত্ত বাড়িতে এন্ট্রি নেয় বটব্যাল। শাড়ি, গয়না, টিপ পরে ‘বটুসোনা’কে মহিলাবেশে ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা। আর তা দেখে শুরু হয়েছে হাসাহাসি। কেউ কেউ আবার বটব্যালের এই লুকের সঙ্গে অনামিকা সাহার ‘বিন্দু মাসি’ লুকের মিল খুঁজে পেয়েছেন। সেই থেকে ‘বটুসোনা’কে ‘বিন্দা মেসো’ (Binda Meso) নামও দিয়েছেন অনেকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে সেই মিম।

আরও পড়ুনঃ

Neem Phooler Madhu Binda Meso, Bindu Mashi and Binda Mesho

বটব্যালের চক্রান্ত থেকে কি বাঁচতে পারবে পর্ণা?

তিন্নির সাহায্যে ‘ফুলমাসি’র বেশে দত্ত বাড়িতে ঢুকে পড়েছে ‘বটুসোনা’। এখন সে একটা কাণ্ড ঘটানোর অপেক্ষায় রয়েছে। তিন্নি আর বটব্যালের চক্রান্ত থেকে কি বাঁচতে পারবে পর্ণা? নাকি নতুন কোনও বিপদে পড়বে দত্ত বাড়ির ‘তার কাটা বৌ’? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।