• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহালয়া করতে ভালোলাগে না এদিকে দুর্গা রূপে হাজির! সৌমিতৃষার সাজ দেখে অবাক ভক্তরা

Updated on:

Tollywood actress Soumitrisha Kundu shares some photos of her Durga look

মহালয়া কিংবা তার দু-একদিন আগে সাধারণত দুর্গারূপে ধরা দেন অভিনেত্রীরা। কখনও মহালয়ার অনুষ্ঠানের জন্য কখনও আবার দশভূজা রূপে শ্যুট করতে দেখা যায় তাঁদের। তবে এবার একেবারে পুজোর মাঝে মা দুর্গা (Maa Durga) বেশে হাজির হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সপ্তমীর দিন আচমকাই মিঠাইরানীকে দুর্গা বেশে দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

অতীতে বেশ কয়েকবার সৌমিতৃষাকে সিংহবাহিনীরূপে দেখেছেন দর্শকরা। মহালয়ার (Mahalaya) ভোরে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দশভূজা রূপে হাজির হয়েছেন তিনি। যদিও দিন কয়েক আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর মহালয়া করতে ভালোলাগে না। কিন্তু এবার সেই সৌমিতৃষাই দুর্গা রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu as Maa Durga

পরনে লাল শাড়ি, মাথায় মুকুট, হাতে ত্রিশূল- দুর্গা বেশে ভীষণ সুন্দর দেখাচ্ছিল সৌমিতৃষাকে। ত্রিশূল হাতে রাগত নয়নে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতেও দেখা যায় তাঁকে। কখনও গ্রিন রুম, কখনও আবার রাস্তার মাঝে দুর্গা রূপে পোজ দেন ‘মিঠাই’ নায়িকাকে।

আরও পড়ুনঃ মেঘ অতীত, ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণুর জীবনে এল নতুন রমণী! তবে কি বড় চমক আসন্ন ধারাবাহিকে?

যদিও সৌমিতৃষার এই ছবিগুলি এখনকার নয়। বরং বেশ পুরনো। অতীতে হয়তো মহালয়ার সময় অথবা অন্য কোনও শ্যুটে এই ছবিগুলি তুলেছিলেন তিনি। ছোটপর্দার মিঠাইরানী (Mithai) নিজেই জানিয়েছেন সেকথা। দুর্গাবেশে একগুচ্ছ ছবি শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লেখেন, ‘আর এগুলো ছিল গ্যালারিতে’।

আরও পড়ুনঃ নেশার ঘোরে মেঘকে ভুলে ময়ূরীর সাথে একি করল নীল? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় পর্ব

Soumitrisha Kundu, Soumitrisha Kundu as Maa Durga

তবে ছবিগুলি পুরনো হলেও সৌমিতৃষাকে দুর্গাবেশে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। পুজোর আবহে প্রিয় অভিনেত্রীর এই সাজ দেখে চোখ জুড়িয়ে গিয়েছে তাঁদের। ‘মিঠাই’ নায়িকার ছবিতে কমেন্ট করে সেকথা জানিয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, মিঠাই রূপে দর্শকমন জেতার পর এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা। শীঘ্রই সুপারস্টার দেবের (Dev) হাত ধরে টলিউডে (Tollywood) পা রাখতে চলেছেন তিনি। অভিনেতার আগামী সিনেমা ‘প্রধান’এ (Pradhan) নায়িকার বেশে দেখা যাবে সৌমিতৃষাকে। আপাতত নিজের ডেবিউ ছবির কাজ নিয়েই বেজায় ব্যস্ত আছেন অভিনেত্রী। এবার দেখা যাক, ছোটপর্দা কাঁপানোর পর বড়পর্দাতেও সৌমিতৃষা নিজের জাদু দেখাতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥