• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাশে নেই নবনীতা, কীভাবে কাটাবেন বিচ্ছেদের পর প্রথম পুজো? নিজেই জানালেন জীতু

Updated on:

Jeetu Kamal opens up about his Durga Puja planning

গত কয়েকমাসে একাধিক উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন টলি (Tollywood) অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। অভিনেতার ব্যক্তিগত জীবনে এসেছে একাধিক ঝড়ঝাপটা । বিশেষত জিতু-নবনীতার সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেসব আলোচনাকে খুব একটা পাত্তা দেননি অভিনেতা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন ‘অপরাজিত’ নায়ক।

তবে একথা ঠিক, গত কয়েকমাসে জিতুর জীবন অনেকটা পাল্টে গিয়েছে। পুজোর সময় সেই পরিবর্তন আরও বেশি করে বোঝা যাবে। নবনীতা (Nabanita Das) যেমন বলেছিলেন, জিতুর সঙ্গে অঞ্জলি দেওয়া এবং সিঁদুরখেলা এই বছর ভীষণ মিস করবেন তিনি। জিতু কীভাবে কাটাবেন বিচ্ছেদের পর প্রথম পুজো (Durga Puja)? সম্প্রতি তা নিয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা।

Jeetu Kamal and Nabanita Das, Jeetu Kamal Durga Puja planning

জিতু বলেন, ‘ছোটবেলা থেকে আমার যেমন ভাবে পুজো কাটে, এবারও সেভাবেই কাটবে। আমি কখনও মণ্ডপে মণ্ডপে ঘুরতাম না। সোদপুরে আমার যেখানে পাড়া সেখানেই পুজোর চারটে দিন কাটাই। ছোটবেলার বন্ধুরা থাকে। এখন তো সবাই শহরের বাইরে থাকে। এই সময়টা সবাই একত্রিত হই। এই বছরও অন্যথা হবে না’।

আরও পড়ুনঃ দোলনের সাথে সুখী সংসারের মন্ত্র কি? হাসি মুখেই দাম্পত্যের সিক্রেট জানালেন দীপঙ্কর দে

অভিনেতার সংযোজন, ‘এছাড়া পুজোর খাওয়াদাওয়া তো রয়েছেই। ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি- সব খাই’। বাকি অভিনেতাদের মতো জিতুও পুজোর সময় নিজের জন্য আলাদা করে কিছু কেনেন না। তবে এই বছর অভিনেতার ভাইয়ের বিয়ে হয়েছে। সেই জন্য ভাইয়ের বউয়ের কাছ থেকে একটা উপহার তিনি পাবেনই।

আরও পড়ুনঃ সহ্যই করতে পারতেন না! এতদিনে ফাঁস হল দেবশ্রীর শতাব্দীকে দুচোখের বিষ মনে করার কারণ

Jeetu Kamal, Jeetu Kamal car, Jeetu Kamal Durga Puja planning

জিতু বলেন, পছন্দের ঘড়ি অথবা অন্য কোনও উপহার নিজেই চেয়ে নেবেন ভাইয়ের বউয়ের থেকে। তবে নিজে কেনাকাটা না করলেও পরিবারের সকল সদস্যকে পুজোর উপহার দিয়েছেন অভিনেতা । পুজো প্রসঙ্গে এত কথা বললেও নবনীতাকে নিয়ে কিন্তু একটিও শব্দখরচ করেননি জিতু। বিচ্ছেদের পর প্রথম পুজোয় প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে জড়িত কোনও স্মৃতি মনে পড়বে কিনা তা নিয়ে কোনও মন্তব্যই করেননি অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥