• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গায়ে-হাত-পায়ে ব্যথা, দুর্বল শরীর নিয়েই চলছে শ্যুটিং! সুপারস্টার দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা

ছোটপর্দা কাঁপিয়ে এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন ‘মিঠাই’ (Mithai) নায়িকা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)টলি (Tollywood) সুপারস্টার দেবের (Dev) হাত ধরে সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। চলতি মাস থেকেই শুরু হয়েছে ‘প্রধান’র (Pradhan) শ্যুটিং। কলকাতায় কয়েকটা সিকোয়েন্স শ্যুট করে এখন উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছে গোটা টিম। তবে এসবের মাঝেই জানা গেল, পাহাড়ে পৌঁছেই জ্বরে (Fever) কাবু হয়ে পড়েছেন দেব।

অভিনেতার অসুস্থতার খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাহলে কি দেবের অসুস্থতার কারণে বন্ধ আছে ‘প্রধান’র শ্যুটিং (Shooting)? সম্প্রতি সেই খোঁজ নেওয়ার জন্যই একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় নায়িকা সৌমিতৃষার সঙ্গে। সেখানেই আসল সত্যিটা জানান অভিনেত্রী।

   

Soumitrisha Kundu and Dev, Soumitrisha Kundu on Dev health update

দেব উত্তরবঙ্গে (North Bengal) পৌঁছনোর একদিন পর সেখানে পৌঁছেছিলেন সৌমিতৃষা। ছোটপর্দার ‘মিঠাইরানী’ বলেন, ‘আমি যেদিন পৌঁছলাম, শুনলাম তার আগের দিন থেকেই জ্বর এসেছে। তবে একেবারেই শ্যুটিং বন্ধ হয়নি। বরং আমি শুনেছিলাম আগের দিন অনেক রাত অবধি উনি শ্যুটিং করেছেন’।

আরও পড়ুনঃ ভালোবাসতেই হবে! স্বামী সুখ পেতে মরিয়া, প্রকাশ্যে নীল-সন্ধ্যার কলকাতা যাওয়ার দুর্ধর্ষ পর্ব

সৌমিতৃষার সংযোজন, ‘এখন গায়ে-হাত-পায়ে একটু ব্যথা আছে। কিছুটা দুর্বলও লাগছে। ভাইরাল জ্বরে যেমনটা হয় আর কী। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশন বলা মাত্রই আবার ১০০ ভোল্ট। এটা সত্যিই শেখার আছে। ওনার জন্য কখনও কাউকে অপেক্ষা করতে হয় না, বসে থাকতে হয় না। শ্যুট বাতিল করা তো দূরে থাক’।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে ডাবল ধামাকা, একসাথে ফুলকি-পর্ণা, ফাঁস ‘গোপাল চুরির রহস্য ভেদ’ পর্ব

Soumitrisha Kundu and Dev, Soumitrisha Kundu on Dev health update

বর্ষার মরসুমে উত্তরবঙ্গে শ্যুটিং করছে টিম ‘প্রধান’। এই বিষয়ে দেবের নায়িকা বলেন, ‘মাঝে মাঝে বৃষ্টি আসছে। তখন আমাদের থেমে যেতে হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। হয়তো এখানে বৃষ্টি হচ্ছে, এক পা এগোলে কোনও বৃষ্টি নেই। আউটডোরে একটু সমস্যা হচ্ছে। তবে এর থেকে বেশি কিছু নয়। বাকি সবাই এত ভালো, এত আনন্দ করে কাজ হচ্ছে, এই টিমের অংশ হতে পারাটা আমার কাছে ভাগ্যের ব্যাপারা। সবাই এখানেই কাজটাই বোঝে, এর বাইরে কিছু না’।

site