• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসতেই হবে! স্বামী সুখ পেতে মরিয়া, প্রকাশ্যে নীল-সন্ধ্যার কলকাতা যাওয়ার দুর্ধর্ষ পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,আকাশনীল,Akashneel,সন্ধ্যা,Sandhya,তারা,Tara,আসন্ন পর্ব,Upcoming Episode

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জন জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘সন্ধ্যা তারা’ (Sandhya Tara)। টেলিভিশনের পর্দায় সিরিয়ালটির বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই ত মন জয় করে নিয়েছে দর্শকদের। প্রসঙ্গত ধারাবাহিকের শুরুতে দেখা গিয়েছিল সন্ধ্যা এবং তারা দুই বোনের অটুট সম্পর্কের কাহিনী। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস তাদের দুই বোনের নায়ক একজনই।

সে হলো বিজয়া মাটন এর ছেলে আকাশনীল (Akashneel)। শুরু থেকেi সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা জানেন একই কলেজে পড়ার সুবাদেই তারা এবং আকাশ নীল একে অপরকে ভালোবেসেছিল। কিন্তু আকাশ নীল তার মায়ের পছন্দের কথা ভেবে আর তারা দিদি সন্ধ্যার কথা ভেবে এই সম্পর্কটা থেকে থেকে বেরিয়ে আসে। যদিও এখনও পর্যন্ত নীল জানেনা যে তারা সন্ধ্যার বোন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,আকাশনীল,Akashneel,সন্ধ্যা,Sandhya,তারা,Tara,আসন্ন পর্ব,Upcoming Episode

অন্যদিকে সন্ধ্যাও জানেনা তার বোন তারাকেই ভালোবাসে নীল। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই  থাকছে নিত্যনতুন চমক। একদিকে সন্ধ্যা চাইছে নীলের সাথে সুখে সংসার করতে।আর নীল চাইছে সন্ধ্যার সাথে বিয়ে ভেঙে তারার কাছে ফিরে যেতে। যদিও তা কিছুতেই মানতে নারাজ সন্ধ্যা। অন্যদিকে বিজয়া মাঠান চাইছেন সন্ধ্যা এবং নীল একসাথেই থাকুক।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে ডাবল ধামাকা, একসাথে ফুলকি-পর্ণা, ফাঁস ‘ গোপাল চুরির রহস্য ভেদ’ পর্ব

এরইমধ্যে জানা যাচ্ছে আগামী পর্বে দেখা যাবে নীল আর বিজয়া মাঠানের বলা কথা শুনেই বিয়ে বাঁচানোর জন্য নতুন বুদ্ধি পেয়ে গিয়েছে সন্ধ্যা। একদিকে নীলের কথা শুনে ঘটির চাল অদল বদল করে চালকে চালের গুঁড়োতে বদলে ফেলেছে সন্ধ্যা। অন্যদিকে বিজয়া মাঠানের কথা শুনেই এবার  নিজের সংসার বাঁচাতে অর্থাৎ নীলের মন পেতে নিজের রূপেরও বদল আনবে সন্ধ্যা।

আরও পড়ুনঃ জি বাংলার মহালয়ায় এই দেবী সাজছেন ফুলকি! প্রকাশ্যে দিব্যানির ‘মহিষাসুরমর্দিনী’ নতুন লুক

অন্যদিকে না চাইতেও নিজের অজান্তেই সন্ধ্যাকে বিয়ে বাঁচানোর উপায় বলে দিয়ে নিজেই নিজের কপাল চাপড়াচ্ছেন নীল। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো সেখানে দেখা যাচ্ছে নীল কলকাতায় তারার কাছে যাবে বলে বেরিয়েগেলে সন্ধ্যাও তার পিছু নিয়ে গাড়ির ডিকির পিছনে ঢুকে পড়ে। এখন দেখার এবার নীল আর সন্ধ্যা কি তাহলে তারার আসল পরিচয় জেনে যাবে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥