• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মাষ্টমীতে ডাবল ধামাকা, একসাথে ফুলকি-পর্ণা, ফাঁস ‘ গোপাল চুরির রহস্য ভেদ’ পর্ব

Published on:

Phulki,Neem Phooler Madhu,Bengali serial,Serial,Janmashtami,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,Promo,জন্মাষ্টমী,ফুলকি,নিম ফুলের মধু,বাংলা সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,প্রোমো,বিনোদনের খবর,বাংলা খবর,Phulki Neem Phooler Madhu,Phulki Parna,ফুলকি নিম ফুলের মধু,ফুলকি পর্ণা

Phulki Parna coming together this Janmastami : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় দু’টি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ফুলকি’ (Phulki) এবং ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। দু’টি সিরিয়ালই রাজত্ব করছে টিআরপি তালিকায়। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালি ছেড়ে ‘নিম ফুলের মধু’তে একান্নবর্তী পরিবারের কাহিনী দেখানো হচ্ছে। অপরদিকে ‘ফুলকি’র কাহিনী মূলত গড়ে উঠেছে বক্সিংকে কেন্দ্র করে।

সময়ের সঙ্গে দর্শকমহলে জি বাংলার এই দুই সিরিয়ালের জনপ্রিয়তাও বাড়ছে। ইতিমধ্যেই ফুলকি এবং পর্ণা (Parna) সিরিয়ালপ্রেমী মানুষদের নয়নের মণি হয়ে উঠেছে। এবার এই দুই নায়িকাই একসঙ্গে আসছেন। জন্মাষ্টমীর (Janmashtami) শুভ দিনে বিরাট চমক নিয়ে আসছে জি বাংলা। এক ঘণ্টার মহাপর্বে ফুলকি এবং পর্ণার যুগলবন্দি দেখতে পাবেন দর্শকরা।

Phulki and Neem Phooler Madhu

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘ফুলকি’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। জন্মাষ্টমী স্পেশ্যাল সেই প্রোমোয় দেখা যাচ্ছে, রোহিতদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছে দত্ত বাড়ির বৌমা পর্ণা। গান, নাচ, আরতির মাধ্যমে কৃষ্ণপ্রেমে মেতে ওঠেন দুই নায়িকা।

আরও পড়ুনঃ জি বাংলার মহালয়ায় এই দেবী সাজছেন ফুলকি! প্রকাশ্যে দিব্যানির ‘মহিষাসুরমর্দিনী’ নতুন লুক

Phulki, Phulki Janmashtami promo

আরও পড়ুনঃ মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিল ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব

কিন্তু এত আনন্দের মাঝেই ঘটে যায় একটি খারাপ ঘটনা। আর তাতেই ফুলকির সকল আনন্দ একেবারে মাটি হয়ে যায়। নাচ-গানের মাধ্যমে আরতি করার সময় হঠাৎ ফুলকির নজর গিয়ে পড়ে গোপাল মূর্তির ওপর। তখনই সে দেখে, আসনে যে গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে সেটা আদতে নকল। তা দেখেই চিৎকার করে ওঠে ফুলকি।

https://youtu.be/Kt54cLh21qE

এত বড় অমঙ্গল দেখে ভয়ে কেঁপে ওঠে ফুলকির মন। এই পরিস্থিতি সে কীভাবে সামলাবে বুঝে উঠতে পারে না। অপরদিকে ফুলকির করুণ দশা দেখে হাসতে থাকে রুদ্র। এই অবস্থায় পর্ণা এসে ফুলকির পাশে দাঁড়ায়। সে বলে, তারা দু’জন মিলে ঠিক আসল গোপাল মূর্তি খুঁজে বের করবে। কীভাবে এই অসাধ্য সাধন করবে ফুলকি আর পর্ণা? তা জানার জন্য চোখ রাখতে হবে জন্মাষ্টমী স্পেশ্যাল এই মহামিলন পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥