• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই সুখবর! সাত পাকে বাঁধা ঘুরছেন সন্দীপ্তা, রইল বিয়ের দিন সহ হবু স্বামীর পরিচয়

Updated on:

Sandipta Sen to get married with Soumya Mukerji this year

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ছোটপর্দার হাত ধরে কেরিয়ার শুরু অভিনেত্রীর। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এখন চুটিয়ে কাজ করছেন ওয়েব মাধ্যমে। এবার সেই সন্দীপ্তাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সম্প্রতি বিয়ে নিয়ে সুখবর দিলেন নায়িকা নিজেই।

কয়েক মাস আগেই প্রেমিকের নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিলেন সন্দীপ্তা। অভিনেত্রীর মনের মানুষের নাম সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukerji)। এবার তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ অভিনেত্রী। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বিয়ে নিয়ে মুখ খোলেন তিনি।

Tollywood actress Sandipta Sen opens up about her marriage with Soumya Mukherjee

গত দেড়-দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন সন্দীপ্তা। প্রথম প্রথম গোপন রেখেছিলেন সম্পর্কের কথা। পরে গুঞ্জন রটতেই প্রেমে শিলমোহর দেন দু’জনে। অভিনেত্রীর হবু স্বামী হইচইয়ের চিফ অপারেটিং অফিসার। সোশ্যাল মিডিয়া খুললেই ভালোবাসায় মোড়া দু’জনের নানান আদুরে ছবি দেখা যায়।

আরও পড়ুনঃ অভিষেক নেই মানি না! স্বামীর দেওয়া নোয়া পরি, পুজোয় সিঁদুরও খেলব স্পষ্ট কথা সংযুক্তার

ইতিমধ্যেই সন্দীপ্তা-সৌম্যর পাকা কথা হয়ে গিয়েছে। আগামী ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন দু’জনে। তার আগে ২ ডিসেম্বর আয়োজিত হবে আংটি বদল অনুষ্ঠান। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পরিবার।

আরও পড়ুনঃ হারানোর ভয়ে দীপাকে চড় লাবণ্যর! মন্দিরে ছুরি হাতে মিশকা, টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Sandipta Sen marriage, Sandipta Sen and Soumya Mukherjee

জানা গিয়েছে, সন্দীপ্তা-সৌম্যর বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন লাল ছেড়ে ফুশিয়া পিঙ্ক রঙের বেনারসিতে সেজে ওঠার ইচ্ছা আছে টলি নায়িকার। অপরদিকে সন্দীপ্তার সঙ্গে মিলিয়ে প্যাস্টেল পিঙ্ক রঙের ধুতি-শেরওয়ানি পরবেন সৌম্য।

বিয়ে প্রসঙ্গে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সন্দীপ্তা বলেন, এনগেজমেন্টের দিন জম্পেশ নাচ-গান করার ইচ্ছে আছে তাঁর। পাশাপাশি হবু স্বামীকে দিয়েও ঠুমকা লাগানোর পরিকল্পনা রয়েছে নায়িকার। তবে বিয়ের আগে সৌম্য বেশ চিন্তায় আছে বলে খবর। হাতে রয়েছে মাত্র দু’মাস। এর মধ্যে কেনাকাটা, খাবারদাবারের আয়োজন, নিমন্ত্রণ- সব কিছু করতে হবে তাঁদের। পরিবার-পরিজন, কাছের মানুষ এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়ে ধুমধাম করে জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনা আছে সন্দীপ্তা-সৌম্যর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥