• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিষেক নেই মানি না! স্বামীর দেওয়া নোয়া পরি, পুজোয় সিঁদুরও খেলব স্পষ্ট কথা সংযুক্তার

দেখতে দেখতে দেড় বছর হতে চললো টলিউড (Tollywood) অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) পরলোক গমন করেছেন। ২০২২ সালের ২৪ মার্চ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েন অভিষেক-পত্নী সংযুক্তা (Sanjukta Chatterjee) এবং মেয়ে সাইনা। যদিও তাঁরা বিশ্বাস করেন, শারীরিকভাবে না থাকলেও অভিষেক সবসময় তাঁদের সঙ্গেই আছেন।

সেই বিশ্বাস থেকেই সংযুক্তা এখনও স্বামী দেওয়া নোয়া পরেন। এই বছর পুজোয় (Durga Puja) সিঁদুর খেলবেন বলেও জানিয়েছেন অভিষেক-পত্নী। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই নিয়ে কথা বলেন তিনি। সংযুক্তার কথায়, ‘আমি এখনও ওঁকে অন্তর থেকে ভালোবাসি, ওঁর পরিচয়েই আমি বেঁচে আছি। সমাজের কোনও রীতি আমায় এর বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না’।

   

Abhishek Chatterjee and Sanjukta Chatterjee, Abhishek Chatterjee wife

সামাজিক নিয়মানুযায়ী, স্বামীর মৃত্যুর পর হিন্দু বিধবারা সিঁদুর পরা বন্ধ করে দেন। এদেশের সিংহভাগ মহিলা এই নিয়ম মেনে চলেন। তবে সংযুক্তা হলেন মুক্তমনা। তিনি বলেন, ‘এবারও আমি সিঁদুর খেলবো। মায়ের পায়ের সিঁদুর। কারণ অভিষেক আজ সশরীরে নেই। তবে আমি এখনও অভিষেকের স্ত্রী’।

আরও পড়ুনঃ মা ছেলে দুটোই দুশ্চরিত্র! ইচ্ছে পুতুলে গিনির শ্বাশুড়ীর নোংরামি দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক

সংযুক্তার সংযোজন, ‘বিয়ের দিন ও আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তাই আমি ওঁর জন্য সেটা পরতেই পারি। আমি যদি অভিষেককে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিতাম, তাহলে ওঁর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যেত। তবে সেই সম্ভাবনা নেই। আমি সারা জীবন ওঁর স্ত্রী হয়েই থাকবো…। এখনও আমি অভিষেকের দেওয়া নোয়া পরি। এটা যদিও আমার ব্যক্তিগত মত। অন্য কারোর সঙ্গে নাও মিলতে পারে, না মিললেও কোনও ব্যাপার না’।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার বিয়ে করতে চান সৌরভ! ‘দাদাগিরি’র মঞ্চে সিক্রেট ফাঁস হতেই ‘বৌদি জানে?’ প্রশ্ন ভক্তদের

Abhishek Chatterjee Sanjukta Chatterjee and Saina Chatterjee, Abhishek Chatterjee family

এর আগে সংযুক্তা জানিয়েছিলেন, অভিষেকের মৃত্যুর পর প্রবল মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেই কষ্ট থেকে তাঁকে বের করে আনে ‘দ্য লজ অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড’ বইটি। প্রয়াণের পর জীবনের অস্তিত্ব কোথায় সেটা এই বই পড়েই জেনেছেন অভিষেক-পত্নী। আর সেই জন্যই সংযুক্তা বিশ্বাস করেন, আজও অভিষেক তাঁদের সঙ্গেই আছেন।