• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হারানোর ভয়ে দীপাকে চড় লাবণ্যর! মন্দিরে ছুরি হাতে মিশকা, টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Updated on:

Anurager Chhowa mishka tries to kill deepa in temple see todays episode

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটা পর্ব এখন নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। তাই জনপ্রিয় এই বাংলা সিরিয়াল থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছেন না দর্শক। এমনিতেই বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে এখন অনুরাগের ছোঁয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই ঘড়ির কাঁটায় ঠিক ৯:৩০ বাজতেই সকলেই হাতের কাজ সেরে  বসে পড়েন টিভির সামনে,তাদের প্রিয় এই সিরিয়ালটি দেখার জন্য।

সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে বেস্ট ফ্রেন্ড মিশকাকে (Mishka) খুন করার অভিযোগে জেলে রয়েছে সূর্য। অন্যদিকে দীপা-লাবণ্যসহ গোটা সেনগুপ্ত পরিবার মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে সূর্যকে জেল থেকে বের করে আনার জন্য। তাছাড়া দীপাও সূর্যকে কথা দিয়েছে দেবীপক্ষের আগেই সে সূর্যকে জেল থেকে বার করে আনবেই।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya shoots Mishka

অন্যদিকে মিশকা কখনও বুড়িমার ছদ্মবেশ নিয়ে আবার কখনও তান্ত্রিক সাধিকার ছদ্মবেশ নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।গত পর্বেই দেখা গিয়েছে থানার বাইরে মিশকারকে বুড়ি মায়ের সাজে দেখে চিনতে পেরেছে দীপা। যদিও দীপার কথা বিশ্বাস করেনি পুলিশ। এরপর দেখা যায় পুলিশের কাছে সাহায্য না পেয়ে দীপা তবলার সাহায্য নিয়ে মিশকার বাড়িতে যায় প্রমাণ খুঁজতে।

আরও পড়ুনঃ এক মিশকায় রক্ষে নেই, সাথে এল দোসর! ‘অনুরাগের ছোঁয়া’তে খলনায়িকা হয়ে এন্ট্রি নিলেন জিতের নায়িকা

অন্যদিকে দীপার এই বিপদের দিনে হঠাৎ করেই বিশাল পরিবর্তন এসেছে দীপার সৎ মা রত্নার মধ্যে। সে এখন মন্দিরে গিয়ে কান্নাকাটি করে দীপা আর সূর্যর জন্য প্রার্থনা করছে। তখন সেখানেই ইচ্ছাকৃতভাবে স্বাধিকার বেশে এসে মিশকা রত্নাকে  জানায় এই বিপদমুক্ত হতে গেলে তার মেয়েকে শুধিপুজো করতে হবে। তাই তার মেয়েকে মাঝরাতে একা এসে মায়ের পুজো করতে হবে।

আরও পড়ুনঃ শুরুতেই মেলেনি সুখ, বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করে সুখী দাম্পত্য কাটাচ্ছেন এই ৫ টেলি তারকারা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,লাবণ্য,Labonyo,আসন্ন পর্ব,Upcoming Episode

আজকের পর্বে দেখা যাবে লাবণ্য যখন জানাবে দীপা মিশকার বাড়ি গিয়েছিল তখন প্রচন্ড রাগে অভিমানে লাবণ্য দীপার গালে চড় মারবে। যদিও পরক্ষণেই দীপাকে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়বে লাবণ্য। এরপর সৎ মায়ের কথায় গলে গিয়ে দীপা তবলাকে নিয়ে সেই মন্দিরে গিয়ে হাজির হবে।

দীপা কে দেখে তখন পিছন দিক দিয়ে এসে ছুরি মারতে যাবে মিশকা। কিন্তু ভগবানের আশীর্বাদে এই চেষ্টাও ব্যর্থ হবে মিশকার। কিন্তু এখানেই শেষ নয় দীপাকে মুখ না দেখিয়ে অন্য একজন ভাড়া করা সাধুকে দিয়ে দীপাকে  পূজোর নিয়ম জানাতে শুরু করে মিশকা। কিন্তু দীপা সাধিকার বেশে থাকা মিশকার মুখ দেখতে চায় আর তাতেই আরো একবার ফেঁসে যায় মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥