• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আড়াই বছরেই ক্লাস সেভেন! ‘গুরু পূর্ণিমা’র শুভেচ্ছা জানাতে গিয়ে নিজেই ট্রোলড সন্দীপ্তা

Published on:

Tollywood actress Sandipta Sen brutally trolled on social media fans got angry

Sandipta Sen brutally trolled on social media: বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)।  দেখতে অসামান্য সুন্দরী এই অভিনেত্রীর অভিনয়ের হাতেখড়ি ছোট পর্দার হাত ধরে হলেও বর্তমানে তিনি দাপিয়ে কাজ করছেন ওয়েব সিরিজ থেকে শুরু করে বাংলা সিনেমাতেও। মিষ্টি এই অভিনেত্রীকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে মা সারদার বড়-বেলার চরিত্রে।

এরপর সন্দীপতা আপাতত বেশ কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে। প্রসঙ্গত আজ অর্থাৎ ৩ জুলাই সোমবার পড়েছে গুরুপূর্ণিমা। আর এই বিশেষ দিনে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছেন নিজেদের শিক্ষাগুরুদের। এমনিতে সকলেই জানেন দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রী নাচেও কিন্তু দারুন পারদর্শী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢুঁ দিলেই দেখা যায় তার বিভিন্ন নাচের ভিডিও।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,ওয়েব সিরিজ,Web Series,সিনেমা,Cinema,সন্দীপ্তা সেন,Sandipta Sen,গুরুপূর্ণিমা,Guru Purnima,নাচের ভিডিও,Dance Video,ভাইরাল,Viral,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,অনুরাগী,Fans,জবাব,Reply

আজকের দিনেও গুরু পূর্ণিমা উপলক্ষে নিজের নাচের গুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাল কাটে অভিনেত্রীর লেখা ক্যাপশন পড়ে। যা নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। আসলে এদিন নাচের ভিডিও শেয়ার করে সন্দীপ্তা ক্যাপশনে লিখেছিলেন ‘নাচে আমার প্রথম হাতেখড়ি আড়াই বছরে আমার জেঠিমার কাছে। তখন মনে হয় ক্লাস ৭-এ পড়ি। আমার জেঠিমাই নাচটা শিখিয়েছিলেন। এতবছর পর আরেকবার চেষ্টা করলাম’।

সেইসাথে নিজের শিক্ষাগুরুদের শ্রদ্ধা নিবেদন করে অভিনেত্রী লিখেছেন ‘যে সমস্ত শিক্ষক আমায় অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আর প্রণাম জানালাম। শুভ গুরু পূর্ণিমা’। আর এই ক্যাপশন নজরে পড়তেই অভিনেত্রীর কথাই তুলে ধরে শুরু হয় ট্রোলিং।  সকলেই জানতে চান আড়াই বছরের সন্দীপ্তা কি করে ক্লাস সেভেনে পড়তে পারেন?

আরও পড়ুনঃ এখনকার বাংলা সিনেমায় কোনো তারকা নেই, সবাই বড় তড়কা! বিস্ফোরক বিপব চ্যাটার্জী

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,ওয়েব সিরিজ,Web Series,সিনেমা,Cinema,সন্দীপ্তা সেন,Sandipta Sen,গুরুপূর্ণিমা,Guru Purnima,নাচের ভিডিও,Dance Video,ভাইরাল,Viral,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,অনুরাগী,Fans,জবাব,Reply

যদিও এসব ট্রোলিংয়ে কান না দিয়ে অভিনেত্রী অনুরাগীরা কিন্তু তাঁরই পাশে দাঁড়িয়েছেন। তাই তারাই সন্দীপ্তার লেখার সঠিক ব্যাখ্যা করে জানিয়েছেন আসলে অভিনেত্রী নাকি লিখতে চেয়েছিলেন আড়াই বছর বয়স থেকে তিনি তাঁর জেঠিমার কাছে নাচ শিখছেন।  কিন্তু তিনি যখন এই নাচটি শিখেছিলেন তখন তিনি ক্লাস সেভেনে পড়তেন।

আরও পড়ুনঃ একটা দুটো নয় ষ্টার জলসায় আসছে নতুন ৮টি সিরিয়াল, বন্ধ হচ্ছে কারা? দেখে নিন তালিকা

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

তাই না জেনেই কাউকে ট্রোল করায় এদিন নিন্দুকদের একহাত নিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাই। অন্যদিকে সন্দীপ্তার কাছে এক আবদার নিয়ে এসেছেন বাংলা সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। এদিন সন্দীপ্তার নাচ দেখে মুগ্ধ ত্বরিতা  কাছে এবার একটি নাচের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে লিখেছেন ‘এবার একটা নাচের প্রতিষ্ঠানের প্ল্যান কর। প্রকৃত নাচের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান খুবই কম। কিছু মানুষের তো পা-ই নড়ে না, তাঁরাও ডান্সার, তাঁরাও শেখান। তোর মতো নাচের শিক্ষাগুরু খুব দরকার।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥