• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা দুটো নয় ষ্টার জলসায় আসছে নতুন ৮টি সিরিয়াল, বন্ধ হচ্ছে কারা? দেখে নিন তালিকা

Published on:

8 Upcoming Bengali serials on Star Jalsha

8 Upcoming Bengali serials on Star Jalsha: স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা মানেই সিরিয়ালপ্রেমী দর্শকদের বিনোদনের ঠিকানা। রোজ বিকেল হলেই চায়ের কাপ হাতে প্রিয় সিরিয়াল (Bengali Serial) দেখতে বসে পড়েন তাঁরা। তবে সাম্প্রতিক অতীতে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালের পথচলা শেষ হয়েছে। কিছু কিছু ধারাবাহিক তো শুরু হওয়ার ২-৩ মাসের মধ্যেই শেষ হয়েছে। তবে এই ধারা কিন্তু এখনও শেষ হয়নি। আগামী কয়েক মাসেও স্টার জলসার একাধিক জনপ্রিয় সিরিয়াল শেষ হতে চলেছে।

একটা সময় টানা ২-৩ বছর ধরে বাংলা সিরিয়াল চলতো। কিন্তু এখন টিআরপির লড়াইয়ে টিকে থাকা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলে দুম করে সিরিয়াল বন্ধ করে দেন নির্মাতারা। শোনা যাচ্ছে, শীঘ্রই স্টার জলসার এমনই কিছু ‘ফ্লপ’ সিরিয়ালের পথচলা শেষ হতে চলেছে। সেই সঙ্গেই আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক (Upcoming Bengali Serial)

Tunte and Sandhyatara, Upcoming Bengali serial on Star Jalsha

টিআরপির লড়াইয়ে জি বাংলাকে কোণঠাসা করার জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছে স্টার জলসা। ইতিমধ্যেই সেই লক্ষ্য নিয়ে ‘তুঁতে’ (Tunte), ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) মতো নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এখানেই থেমে থাকবে না তারা। জি বাংলাকে কড়া টক্কর দিতে পরপর ৮টি ধারাবাহিক নিয়ে আসতে স্টার জলসা।

ইতিমধ্যেই বেশ কিছু সিরিয়ালের কাস্টিং হয়ে গিয়েছে, প্রোমো শ্যুট হওয়া বাকি। এর মধ্যে একটি হল যীশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসের সিরিয়াল। নায়ক-নায়িকা হিসেবে সেখানে কৌশিক রায় এবং সন্দীপ্তা সেনকে দেখা যাবে বলে খবর শোনা গিয়েছিল। যদিও এখন শোনা যাচ্ছে, সন্দীপ্তা নাকি সরে দাঁড়িয়েছেন।

Koushik Roy and Sandipta Sen, Koushik Roy new serial, Upcoming Bengali serial on Star Jalsha

তবে শুধু যীশুর প্রযোজনা সংস্থাই নয়, লীনা গাঙ্গুলী, কোচি আইডিয়া প্রোডাকশন, ব্লুজ প্রোডাকশন, মিসিং ক্রু প্রোডাকশন, এসভিএফ প্রোডাকশন এবং রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থারও নতুন সিরিয়াল আসতে চলেছে বলে খবর। টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়া ধারাবাহিকগুলিকে সরিয়ে আসন্ন এই ৮টি মেগাকে স্টার জলসা জায়গা করে দেবে বলে জানা যাচ্ছে।

Anurager Chhowa serial Deepa will protest against surjo upcoming episode reveal, Upcoming Bengali serial on Star Jalsha

এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম পাঁচে ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়া স্টার জলসার আর কোনও সিরিয়াল নেই। অনেকদিন ধরেই ‘গুড্ডি’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে আবার ‘গাঁটছড়া’ বন্ধেরও দাবি তুলেছেন। দর্শকদের একাংশের মত, টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলে নতুন সিরিয়াল আসলে সবার আগে কোপ পড়তে পারে এই ধারাবাহিকগুলির ওপর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥