• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহানায়ককে ভালোবেসে আজও কুমারী! উত্তম কুমারের জন্মদিনে আবেগপ্রবণ সাবিত্রী

Published on:

Sabitri Chatterjee remembered Uttam Kumar on his birthday

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ‘পোস্টার বয়’ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে উত্তম কুমার (Uttam Kumar)‘মহানায়ক’ (Mahanayak) শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলার গর্ব, বাঙালির আবেগ। জাতীয় স্তরে টলিউডের পরিচিতি তৈরি করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আজ সেই কিংবদন্তি ব্যক্তিত্বের জন্মদিন (Birthday)। বেঁচে থাকলে ৯৭ বছরে পা দিতেন তিনি।

নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন উত্তম কুমার। শুধু বাংলা কিংবা ভারত নয়, গোটা বিশ্বে অসংখ্য ভক্ত রয়েছে অভিনেতার। তিনি যে চরিত্রেই অভিনয় করেছেন, সেটাই সুপারহিট। তাঁর অভিনয় দেখে দর্শকরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)– স্বর্ণযুগের টলিউডের বহু নায়িকার সঙ্গে তাঁর কেমিস্ট্রি ছিল দেখার মতো।

Uttam Kumar and Sabitri Chatterjee, Sabitri Chatterjee on Uttam Kumar birthday

বিশেষত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহানায়ক’র অনস্ক্রিন রসায়ন ভীষণ পছন্দ করতেন দর্শকরা। উত্তম-সুচিত্রা জুটির পর উত্তম-সাবিত্রী জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ‘মৌচাক’, ‘শেষ অঙ্ক’, ‘ধন্যি মেয়ে’, ‘পথে হল দেরি’, ‘গলি থেকে রাজপথ’ সহ একাধিক আইকনিক ছবিতে অভিনয় করেছেন দু’জনে।

আরও পড়ুনঃ গোয়েন্দা জ্যাসের মনেও আছে কৃষ্ণপ্রেম, জন্মাষ্টমী স্পেশাল ‘জগদ্ধাত্রী’র লুক দেখেই মুগ্ধ নেটপাড়া

‘মহানায়ক’র সঙ্গে কাজ করতে করতে তাঁর সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়ে গিয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের। তৈরি হয়েছিল একাধিক স্মৃতি। অভিনেতার মৃত্যুর পরে সেই স্মৃতি বুকে আগলে রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী। উত্তম কুমারের জন্মদিন উপলক্ষ্যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলেন।

আরও পড়ুনঃ পাড়ার মেয়েদের সাথে ঘুরতে যাওয়াই কাল! নতুন বিপদের মুখে শিমুল, টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Sabitri Chatterjee shared awkward incident when her father asked money from Uttam Kumar

‘মহানায়ক’কে নিয়ে কিছু কথা বলতে বললে অভিনেত্রী বলেন, ‘মহানায়ককে নিয়ে নতুন করে আর কী বলুন তো! উত্তম কুমার সম্পর্কে এখন কিছু বলতে গেলে মিথ্যে কথা বলা হবে। ও আমার হৃদয়ে আছে আর হৃদয়েই থাকবে। তাঁর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু রয়েছে। প্রত্যেকদিন তাঁর কথা মনে হয়। এখনও স্টুডিওয় ঢুকলে আমার মনে হয় তিনি বেঁচে আছেন। এখনই এসে আমায় জিজ্ঞেস করবে কেমন আছিস?’ উত্তম কুমারের সকল স্মৃতি যে তিনি এভাবেই মনের মণিকোঠায় আজীবন বন্দি করে রাখবেন তা সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথা থেকেই বেশ পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥