• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজও নারীর অধিকার-সাফল্য মানতে দ্বিধা বোধ করে সমাজ! ‘দ্রৌপদী’ হতেই বিস্ফোরক রুক্মিণী মৈত্র

Published on:

Tollywood actress Rukmini Maitra post on her upcoming movie Draupadi

‘Draupadi’ Rukmini Maitra talks about Women’s Rights: এই মুহূর্তে টলিউডের (Tollywood) ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। তিনি এখন সত্যবতী, তিনিই বিনোদিনী, আবার তাঁকেই দেখা যাবে ‘দ্রৌপদী’র (Draupadi) চরিত্রে। কয়েকদিন আগেই জানা যায়, ‘দ্রৌপদী’র কথা ঘোষণা করেন টলি সুপারস্টার দেব। সেই সঙ্গেই জানানো হয়, ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজে একটি পোস্ট করলেন অভিনেত্রী, যা ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে নেটপাড়ায়।

এই মুহূর্তে রুক্মিণীর ঝুলিতে একাধিক ছবি রয়েছে। তা সে দেবের প্রযোজনা সংস্থার ‘দ্রৌপদী’ হোক বা জিতের ‘বুমেরাং’। বাংলা সিনে জগতে রুক্মিণীর ডিম্যান্ড এখন তুঙ্গে। রোম্যান্টিক মেলোড্রামা থেকে শুরু করে সাসপেন্স, ক্রাইম থ্রিলার- সব ঘরানার ছবিতেই তাঁকে দেখেছেন দর্শকরা। তবে এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে, ‘দ্রৌপদী’ রূপে হাজির হতে চলেছেন তিনি।

Rukmini Maitra Draupadi, Rukmini Maitra post on women

‘দ্রৌপদী’ সিনেমার কথা ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে নানান রকম জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল। অভিনেত্রীকে এই চরিত্রে কেমন দেখাবে এই নিয়েও চলছিল চর্চা-আলোচনা। এসবের মাঝেই সমাজে নারীদের অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করলেন রুক্মিণী।

সম্প্রতি ‘দ্রৌপদী’ চরিত্রে উল্লেখ করে সমাজের নারীদের সম্মান এবং অবস্থান নিয়ে একটি গুরুগম্ভীর পোস্ট করেন রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় সিনেমার প্রথম পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মহাভারতের সময় থেকেই নারীদের অপমানের শুরু কিনা জানি না, তবে নারীর অপমানের দণ্ড পেতে হয়েছিল কুরু বংশের সবাইকে’।

আরও পড়ুনঃ উত্তমকুমারের পর সেরা অভিনেতা, নতুন ‘ব্যোমকেশ’ দেব-র প্রশংসায় পঞ্চমুখ ‘অজিত’ অম্বরীশ

Rukmini Maitra Draupadi, Rukmini Maitra post on women

রুক্মিণীর সংযোজন, ‘আজও সমাজ নারীর অধিকার এবং সাফল্যকে মেনে নিতে দ্বিধা বোধ করে! ‘দ্রৌপদী’ তুলে ধরবে অপমানিত নারী সম্প্রদায়ের কাহিনী। এই দুর্গম যাত্রায় আপনাদের আশীর্বাদ পেলে খুশি হব’। রুক্মিণী এই পোস্ট করা মাত্রই নেটিজেনদের একাংশ যেমন তাঁকে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই আরেকাংশ তাঁকে কটাক্ষ করেছেন।

আরও পড়ুনঃ কুটনি ময়ূরীর মুখে ঝামা, রূপের মুখোশ খুলে দেবে মেঘ! মোড়ঘোরানো পর্ব আসছে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে


একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘কিন্তু দাদা নতুন কোনও মুখ আশা করছিলাম, বারবার একই নায়ক-নায়িকা ব্যাপারটা ঠিক লাগছে না। দর্শক হিসেবে অনুরোধ রইলো, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার আগামী দিনগুলোয় নতুন মুখ নিয়েও ভাববে শুধু একই মুখ নিয়ে পরে থাকবে না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥