• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুটনি ময়ূরীর মুখে ঝামা, রূপের মুখোশ খুলে দেবে মেঘ! মোড়ঘোরানো পর্ব আসছে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh will show Rup’s real face to everyone

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলেও বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। রোজ একের পর এক টুইস্ট এনে দর্শকদের চমকে দিচ্ছে মেঘ (Megh)-নীলের (Neel) সিরিয়াল। শীঘ্রই সিরিয়ালে নতুন নায়কের এন্ট্রি হতে চলেছে। সেই সঙ্গেই আসতে চলেছে একটি বিরাট টুইস্ট।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, মেঘ এবং নীল একে অপরের থেকে আলাদা থাকে। ময়ূরীর (Mayuri) চক্রান্তের সৌজন্যে ভেঙে গিয়েছে মেঘের সংসার। রূপকে (Rup) নিয়ে মেঘকে চরিত্রের বদনাম দিয়েছে নীল। যে কারণে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে মেঘ। তবে এবার শীঘ্রই রূপের আসল চেহারা সবার সামনে নিয়ে আসবে সে।

Icche Putul, Icche Putul serial Megh and Rup

‘ইচ্ছে পুতুল’র সদ্য রিলিজ হওয়া প্রোমোয় দেখানো হয়েছে, মেঘের জীবনে নতুন নায়ক আসতে চলেছে। যা দেখে মন আনন্দে ভরে গিয়েছে দর্শকদের। অনেকে এও বলেছেন, এবার নীল উচিত শিক্ষা পাবে। তবে এবার শুধু ‘উচিত শিক্ষা’ পাওয়াই নয়, নীল নিজের ভুলও বুঝতে পারবে।

শোনা যাচ্ছে, মেঘের নতুন নায়কের এন্ট্রি হতে না হতেই সিরিয়ালে আরও একটি চমক আসতে চলেছে। সেখানে দেখা যাবে, সবার সামনে রূপের মুখোশ টেনে ছিঁড়ে দেবে মেঘ। স্বাভাবিকভাবেই এটাও পরিষ্কার হয়ে যাবে, মেঘ মোটেই দুশ্চরিত্র নয়।

Icheputul, Megh Mayuri Souroneel New Promo

তবে রূপের মুখোশ খুললেও ময়ূরীও যে এই চক্রান্তের সঙ্গে জড়িত সেটা সবার সামনে আসবে না তা এখনও জানা যায়নি। তবে রূপের আসল চেহারা সামনে এলে ময়ূরীর পর্দা ফাঁস হওয়াটা যে স্রেফ সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে তা বেশ বুঝতে পারছেন দর্শকরা। রূপের পর্দাফাঁসের ট্র্যাক সিরিয়ালে কবে আসে আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

অপরদিকে আবার কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, টিআরপির অভাবে শীঘ্রই শেষ হতে চলেছে ‘ইচ্ছে পুতুল’। জানা যাচ্ছে, শীঘ্রই জি বাংলায় একটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। রাত ৯:৩০টার স্লটে সেই ধারাবাহিক দেওয়া হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এবার দেখা যাক, সেই খবর আদৌ সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥