• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড কাঁপানোর জন্য একেবারে তৈরি! ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলের ছবি দেখলে অবাক হবেন

Updated on:

Tollywood actress Rituparna Sengupta son Ankan Chakraborty

Rituparna Sengupta Son Ankan : নব্বইয়ের দশকে টলিউড (Tollywood) কাঁপানো অভিনেত্রীদের প্রসঙ্গ উঠলেই ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) নাম চলে আসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেন ঋতুপর্ণা। বিদেশে স্বামী-সন্তানদের (Children) নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছিলেন তিনি। এখন সন্তানরা বড় হয়ে যাওয়ার পর ফের বড়পর্দায় কামব্যাক করেছেন এই টলি সুন্দরী।

১৯৯৯ সালে সিঙ্গাপুর নিবাসী সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন ঋতুপর্ণা। অভিনেত্রীর স্বামীর সিঙ্গাপুরে নিজস্ব ব্যবসা আছে। স্বামী-সন্তানদের নিয়ে সেখানেই থাকেন টলি নায়িকা। যদিও এখন কাজের সূত্রে বেশিরভাগ সময় কলকাতায় কাটাতে হয় ঋতুপর্ণাকে। তবে একটু বিরতি পেলেই সিঙ্গাপুরে পরিবারের কাছে চলে যান তিনি।

Rituparna Sengupta wedding, Rituparna Sengupta husband, Rituparna Sengupta family

ঋতুপর্ণা এবং সঞ্জয়ের দুই সন্তান আছে, এক ছেলে (Son) এবং এক মেয়ে। সম্প্রতি অভিনেত্রীর ছেলে অঙ্কনের (Ankan Chakraborty) জন্মদিন ছিল। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে পুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন টলি ডিভা। সেখানেই ঋতুপর্ণার ছেলেকে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। যেমন লম্বা, তেমনই দেখতে- অঙ্কন এখন পরিপূর্ণ যুবক!

আরও পড়ুনঃ মিমি চক্রবর্তীর বোনঝি থেকে পর্দার সবার প্রিয় কমলা! ১১ বছর বয়সেই ছোট-বড় পর্দা কাঁপাচ্ছে অয়ন্যা

Rituparna Sengupta family, Rituparna Sengupta, Rituparna Sengupta son

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ঋতুপর্ণা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, উচ্চতায় মাকেও ছাপিয়ে গিয়েছেন অঙ্কন। ছেলেকে উদ্দেশ্য করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘তোমায় এত সুন্দরভাবে বড় হতে দেখে আমার সত্যিই খুব ভালোলাগে। তোমার জীবনের এই নতুন অধ্যায় যেন খুব ভালো কাটে। দারুণ কাজের সুযোগ পাও, বিশ্বের সমস্ত ভালোবাসা যেন তোমার জন্যে থাকে। মায়ের তরফ থেকে তোমার জন্য রইল প্রচুর ভালোবাসা। সব সময় ভালো থেকো’।

আরও পড়ুনঃ পর্দার রাখি-বন্ধনের সম্পর্ক বাস্তবেও অটুট? রাখির শুভদিনে রইল সোহম-কৃত্তিকার হদিশ

Rituparna Sengupta son, Rituparna Sengupta Ankan Chakraborty

ঋতুপর্ণা কাজের সূত্রে কলকাতায় থাকলেও অভিনেত্রীর স্বামী এবং দুই সন্তান সিঙ্গাপুরেই থাকেন। সেখানেই তাঁরা পড়াশোনা করছেন। তবে কাজ থেকে একটু বিরতি পেলেই সঞ্জয়, অঙ্কন এবং ঋষণার কাছে ছুটে যান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে তোলা নানান মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নেন টলি সুন্দরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥