• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার রাখি-বন্ধনের সম্পর্ক বাস্তবেও অটুট? রাখির শুভদিনে রইল সোহম-কৃত্তিকার হদিশ

Published on:

Rakhi Bandhan actor Soham Basu Roy and Krittika Chakraborty's Rakhi celebration

Rakhi Bandhan 2023 : পৃথিবীর সমস্ত পবিত্র বন্ধন গুলির মধ্যে অন্যতম হলো ভাই বোনের সম্পর্ক। তাই আজ এই রাখি পূর্ণিমার বিশেষ দিনটিকে দেশজুড়ে ধুমধাম করে পালন করলেন সমস্ত ভাইবোনরা। আজ থেকে সাত বছর আগে অর্থাৎ ২০১৬ সালের ২৮ নভেম্বর, স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রাখি-বন্ধন’ (Rakhi Bandhan)। যা রমরমিয়ে চলেছিল টানা ৩ বছর। ২০১৯ সালের  ৩ ফেব্রুয়ারি ছিল রাখি-বন্ধন ধারাবাহিক সম্প্রচারের শেষ দিন।

তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও পর্দার এই মিষ্টি ভাই বোন রাখি-বন্ধনের জুটিটাকে আজও ভুলতে পারেননি দর্শক। তাই বছরের এই বিশেষ দিনে তাদের কথাই বারবার ভীড় করে আসে বাংলা সিরিয়ালের দর্শকদের নস্টালজিয়ায়। পর্দায় রাখির  চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কৃতিকা চক্রবর্তী আর বন্ধন হয়েছিলেন অভিনেতা সোহম বসু রায় (Krittika Chakraborty & Soham Basu Roy)

Rakhi Bandhan actor Soham Basu Roy and Krittika Chakraborty's Rakhi celebration

বর্তমানে তারা দুজনেই অনেকটা বড় হয়ে গিয়েছেন।  তবে পর্দার এই ভাই বোনের সম্পর্কটা অটুট রয়েছে আজও। তাই পর্দার মতো বাস্তবেও তাঁরা প্রতিবছর ধুমধাম করেই এই দিনটিকে পালন করে থাকেন। তবে এবছর বেশ মন খারাপ পর্দার   বন্ধন অভিনেতা সোহমের। কারণ এবছর তাঁর আদরের বোন কৃতিকা ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের শুটিংয়ের জন্য মন্দরমণিতে গিয়েছেন।

তাই এই বিশেষ দিনটির সেলিব্রেশন তাঁরা করবেন কৃতিকা ফেরার পর। এই বিশেষ দিনে অভিনেত্রীর বাবা মুখোমুখি হয়েছিলেন এই সময় ডিজিটাল-এর। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন ‘এই বছর রাখি সেলিব্রেট করা হয়নি। কার কাছে কই মনের কথা-র শ্যুটিংয়ের জন্য মন্দরমণিতে রয়েছে কৃতিকা। ও ফিরে এলে পোস্ট রাখি সেলিব্রেট করা হবে।’

Rakhi Bandhan actor Soham Basu Roy and Krittika Chakraborty's Rakhi celebration

সেইসাথে অভিনেত্রীর বাবার সংযোজন ‘কোনও এক রবিবার দেখে অনুষ্ঠানের আয়োজন করব। ওঁদের মধ্যে আজও ভাই বোনের সম্পর্কটা খুব ভালো। প্রত্যেকবার রাখিটা বেশ ধুমধাম করেই পালন করা হয়। রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই হবে।’ একরাশ মন খারাপ নিয়ে কৃতিকার মা’ও জানিয়েছেন ‘প্রত্যেক বছর এই দিনটা বিশেষভাবে পালন করা হয়। কিন্তু, এই বছর ভাই-বোন দুজনেই খুব কষ্টে আছে। রাখি শ্যুটের জন্য বাইরে রয়েছে। তাই এবারে বন্ধনের আর রাখিটা পরা হল না। তবে ফিরে আসলে পোস্ট রাখি সেলিব্রেশন হবে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥