• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিমি চক্রবর্তীর বোনঝি থেকে পর্দার সবার প্রিয় কমলা! ১১ বছর বয়সেই ছোট-বড় পর্দা কাঁপাচ্ছে অয়ন্যা

Published on:

All You Need to Know about Ayanna Chatterjee Kamala O Sreeman Prithviraj Serial

Ayanna Chatterjee Serials : ষ্টার জলসার (Star Jalsha) কূটকচালিহীন নিখাদ বিনোদনের একটি সিরিয়াল হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। শুরুর দিন থেকেই খুদে তারকাদের দুর্দান্ত অভিনয় মন কেড়েছে সমস্ত দর্শকদের। হ্যাঁ, বলতে দ্বিধা নেই বড় বড় নায়িকাদের ভিড়ে নিজের জায়গা কিন্তু এখনই বেশ পোক্ত করে ফেলেছেন কমলা অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। অবশ্য এই প্রথম নয় এর আগেও একাধিকবার দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী।

Ayanna Chatterjee Serial Cinema Web Series

অল্প বয়সেই বাংলা সিরিয়ালের জগতে পার রাখেন অয়ন্যা। করুণাময়ী রানী রাসমণি সিরিয়াল দিয়েই শুরু হয় অভিনয়ের যাত্রা। সারদা মা এর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তখনি পর্দার রামকৃষ্ণ-সারদা জুটিকে বেশ মনে ধরেছিল দর্শকদের। এরপর অবশ্য ছোটপর্দা থেকে সোজা বড়পর্দা অর্থাৎ টলিউডে কাজের সুযোগ মেলে। তাও আবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে।

Ayanna Chatterjee with Mimi Chakraborty

২০২২ সালে ‘মিনি’ ছবিটি মুক্তি পেয়েছিল। যেখানে মিমির বোনঝির চরিত্রে দেখা গিয়েছে অয়ন্যাকে। সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর ওয়েব সিরিজের দুনিয়াতেও দেখা যায় তাকে। প্রথমেই কাজের সুযোগ হয় বলিউডের বিখ্যাত অভিনেত্রী করিশ্মা কাপুরের সাথে। অর্থাৎ সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ অল্প বয়সেই সর্বত্র নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন অয়ন্যা।

Kamala O Sreeman Prithwiraj, Kamala Ayanna Chatterjee, Ayanna Chatterjee

Ayanna Chatterjee as Kamala in Kamala O Sreeman Prithwiraj

এসবের পর নিজেকে আবারও নতুন রূপে পর্দার সামনে তুলে ধরেন অয়ন্যা। হ্যাঁ, ঠিকই ধরেছেন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালের কথা বলছি। মাত্র ১১ বছর বয়সেই বাংলা মেগার নায়িকা হওয়া থেকে কূটকচালিহীন সিরিয়ালে সকলের মন জয় করে দেখিয়ে দিয়েছেন তিনি। অবশ্য এর কৃতিত্ব এক অভিনেত্রীর নয় সাথে মানিক অর্থাৎ সুকৃত বসুরও বটে। বর্তমানে টেলিভিশনের পর্দায় চলতে থাকা সিরিয়ালের ভিড়ে মানিক-কমলা জুটির ফ্যান কিন্তু অজস্র।

Audience praise bengali serial Komola O Sreeman Prithwiraj

ইতিমধ্যেই দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অয়ন্যা। আগেই বলেছি করুণাময়ী রানী রাসমণি সিরিয়াল দিয়ে যাত্রা শুরু হয়েছিল। তবে এরপরেও একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। মাঝে বোধিসত্ত্বের বোধবুদ্ধি সিরিয়ালে দেখ গিয়েছিল তাকে। কিন্তু দুঃখের বিষয় TRP না থাকায় সেই ধারাবাহিক অল্প কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়।

Kamala O Sreeman Prithviraj Serial Ayanna Chatterjee

প্রসঙ্গত, কমলা চরিত্রটি বেশ আকর্ষিণীয়। ইংরেজ রাজের যুগের সময়ের গল্প নিয়ে তৈরী এই ধারাবাহিকে কমলা এক মেধাবী ছাত্রী। কিন্তু তাঁর বিয়ে হয় বিদ্যায় লবডঙ্কা ওঁঠত দুস্টুমীতে সেরা মানিকের সাথে। এরপর থেকেই বাড়িতে শুরু হয় দুস্টু প্রেমকাহিনী থেকে নানা মজার কান্ডকারখানা। এই নিয়েই এগিয়ে চলেছে কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥