• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই মা হতে চলেছেন ঋতাভরী! আচমকা প্রেগন্যান্সির খবর দিয়ে চমকে দিলেন টলি সুন্দরী

Published on:

Tollywood actress Ritabhari Chakraborty announces pregnancy on social media

ছোটপর্দার ‘ললিতা’ এখন টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রী। টেলিভিশনের হাত ধরে কেরিয়ার শুরু করে আজ সিনেদুনিয়ায় রাজত্ব করছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মিষ্টি নায়িকা’ নামে পরিচিত তিনি। সম্প্রতি সেই ঋতাভরীই সোশ্যাল মিডিয়ায় একটি ‘বোমা’ ফেলেছেন। আচমকা মা হওয়ার খবর (Pregnancy) দিয়ে চমকে দিয়েছেন টলি নায়িকা।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ঋতাভরী লেখেন, ‘আমি এবং আমার স্বামী খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি মা হতে চলেছি। আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা চাই’। ‘ফাটাফাটি’ নায়িকা এই পোস্ট করা মাত্রই ঝড় ওঠে নেটপাড়ায় (Social Media)। ঋতাভরী কবে বিয়ে করলেন? তাঁর স্বামী কে? উঁকি দিতে থাকে এমন হাজার প্রশ্ন।

Ritabhari Chakraborty, Ritabhari Chakraborty announced pregnancy

একজন সোশ্যাল মিডিয়া ইউজার যেমন সরাসরি প্রশ্ন করেছেন, ‘বিয়েটা কবে হল?’ দ্বিতীয় জনের আবার বক্তব্য, ‘এটা কি কোনও ইয়ার্কি নাকি নতুন কোনও প্রোজেক্ট?’ কেউ কেউ আবার এসব প্রশ্ন না করে হবু মা-কে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ মনখারাপের মাঝেই সুখবর! ‘এক্কা দোক্কা’ শেষ হতেই নতুন সিরিয়ালে কামব্যাকের কথা জানালেন সোনামণি

প্রসঙ্গত, ঋতাভরী নিজেই একবার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন তাঁর বিয়ের কথা চলছে। প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের (Tathagata Chatterjee) সঙ্গে নিজের সম্পর্ক কখনও লুকোননি অভিনেত্রী। ঋতাভরীর যখন পরপর দু’টো অপারেশন হয়েছিল, সেই সময় শক্ত করে তাঁর হাত ধরে রেখেছিলেন তথাগত। এমনকি টলি নায়িকার দিদি চিত্রাঙ্গদার বিয়েতেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ সত্যিই জানোয়ার! শতদ্রুর সামনেই শিমুলকে চুলের মুটি ধরে মার পরাগের, ফাঁস আগাম পর্ব

Ritabhari Chakraborty and Tathagata Chatterjee, Ritabhari Chakraborty announced pregnancy

কিন্তু এরপর আচমকাই শোনা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন ঋতাভরী-তথাগত। কারণ হিসেবে উঠে আসে ছেলের বাড়ির তরফের আপত্তি। পরবর্তীকালে অবশ্য দু’জনেই জানিয়েছিলেন, এই খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। বরং তা একেবারেই ভুয়ো। তবে একথাও ঠিক, এই গুজব রটার পর থেকে তথাগতর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আর কোনও ছবি শেয়ার করেননি অভিনেত্রী।


আজ আচমকা ঋতাভরীর প্রেগন্যান্সির পোস্ট দেখে সকলেই তাই বেশ অবাক হয়ে গিয়েছেন। পাশাপাশি অভিনেত্রীর স্বামী কে? তাঁরা কবে বিয়ে করলেন? এই প্রশ্নও জেগেছে অনেকের মনে। কেউ কেউ আবার এও ভাবছেন, সিনেমা কিংবা আসন্ন কোনও প্রোজেক্টের প্রোমোশনের জন্য এই পোস্ট করেছেন টলি নায়িকা। এবার দেখা যাক, প্রেগন্যান্সির এই রহস্য থেকে পর্দা কবে ওঠান ঋতাভরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥