• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মনখারাপের মাঝেই সুখবর! ‘এক্কা দোক্কা’ শেষ হতেই নতুন সিরিয়ালে কামব্যাকের কথা জানালেন সোনামণি

Published on:

Ekka Dokka actress Sonamoni Saha will comeback soon in a new serial

বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয়োজন অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha) স্টার জলসার (Star Jalsha) পরপর কয়েকটি বাংলা সিরিয়ালে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। ছোট পর্দার দর্শকদের কারো কাছে তিনি ‘দেবী চৌধুরানী’, তো কারও কাছে ‘মোহর’, আবার কারও কাছে ‘এক্কা দোক্কা'(Ekka Dokka) ধারাবাহিকের রাধিকা হিসাবে পরিচিত তিনি।

পরপর তিন-তিনটি সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে সোনামণি। তাই আজ বাংলা সিরিয়ালের জগতে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি। তাঁর অভিনীত বেশিরভাগ ধারাবাহিকই  সুপারহিট। সেদিক দিয়ে দেখতে গেলে টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারিনি সোনামণি অভিনীত ধারাবাহিক একাদোক্কা। এই ধারাবাহিকের প্রথমদিকে রাধিকার বিপরীতে নায়ক হিসাবে পোখরাজকে দেখানো হয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সোনামণি সাহা,Sonamoni Saha,স্টার জলসা,Star Jalsha,প্রতীক সেন,Pratik Sen,এক্কা দোক্কা,Ekka Dokka,নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback

যদিও পরবর্তীতে টিআরপি তালিকার নম্বর বাড়াতে গল্পের নতুন মোড় নিয়ে আসেন লেখিকা। তাই পোখরাজের পরিবর্তে রাধিকার জীবনে নতুন নায়ক হয়ে আসে অনির্বান। এই অনির্বান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। যদিও এবার সোনাতিক জুটির ম্যাজিকও সেভাবে কাজ করেনি দর্শকমহলে। ইতিমধ্যেই এক্কাদোক্কার শুটিং শেষ হয়েছে।

আরও পড়ুন: আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

আগামী রবিবার সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের অন্তিম পর্ব। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি খবর। যা রীতিমতো শোরগোল ফেলে দেয় চারিদিকে। জানা যায় সুব্রত রায় প্রোডাকশনের একটি পুরাণভিত্তিক বা ইতিহাস নির্ভর সিরিয়ালে অভিনয় করতে চলেছেন সোনামণি।  তাই এই খবরের সত্যতা যাচাই করতে সম্প্রতি হিন্দুস্তান টাইম্স বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেত্রীর সাথে।

আরও পড়ুন: পরান বন্দোপাধ্যায় ছাড়া অচল বাংলা সিনেমা! ‘টনিক করার পরেই টনক নড়েছে’, বলছেন অভিনেতা

বাংলা সিরিয়াল,Bengali Serial,সোনামণি সাহা,Sonamoni Saha,স্টার জলসা,Star Jalsha,প্রতীক সেন,Pratik Sen,এক্কা দোক্কা,Ekka Dokka,নতুন সিরিয়াল,New Serial,কামব্যাক,Comeback

তবে নতুন সিরিয়ালের জল্পনা প্রসঙ্গে এদিন সোনামনির স্পষ্ট জবাব ‘আপনাদের মতো আমিও ফেসবুকেই দেখেছি এই খবর। আমি নিজেই কিছু জানি না! বলতে পারব না কোথা থেকে এই নিয়ে খবর হয়ে গেল।’ সেইসাথে অভিনেত্রীর  সংযোজন, ‘আমার টেলিভিশনে একটানা পরপর কয়েকটা প্রোজেক্ট হয়ে গেল, গায়ে গায়েই বলা যায়। এখন চ্যানেল একটু ব্রেক দিয়েছে, আমিও একটু বিরতি চাই।’

তবে আগামী বড়পর্দার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করার ইচ্ছা রয়েছে সোনামণির। ইতিমধ্যেই আসতে শুরু করেছে বেশ কিছু প্রস্তাব। এপ্রসঙ্গে অভিনেত্রী এদিন বলেছন ‘দেখা যাক, কথাবার্তা চলছে বেশকিছু ওটিটি প্রোজেক্টের, ফিল্ম নিয়েও কথাবার্তা চলছে। তবে কিছু চূড়ান্ত হয়নি। হলে সবাই জানতে পারবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥