Raima Sen opens up about why she is still Unmarried: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) তো বটেই, বলিউডেরও (Bollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন রাইমা সেন (Raima Sen)। সুন্দরী এই অভিনেত্রীর বয়স ৪০ পেরিয়েছে, অথচ তাঁকে দেখে সেকথা বোঝা দায়। অনেকেই তাঁর মুখের সঙ্গে তাঁর দিদিমা তথা ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের মিল খুঁজে পান। দিদিমা-মায়ের দেখানো পথে হেঁটে রাইমাও সিনেদুনিয়ায় পা রেখেছেন। বোন রিয়া সেন তেমন সাফল্য অর্জন করতে না পেলেও, রাইমা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ সফল হয়েছেন।
তবে কেরিয়ারে ব্যাপক সফল হলেও অনেকেরই প্রশ্ন রাইমা বিয়েটা (Marriage) কবে করছেন? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে। ‘মহানায়িকা’র নাতনি সাফ বলেন, বিয়েকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন না তিনি। বিয়ে ছাড়া জীবন অসম্পূর্ণ একথা মানতে নারাজ রাইমা।
মুনমুন সেনের মেয়ের সংযোজন, অবিবাহিত বলে তিনি সুখে নেই এমনটা নয়। বরং তিনি কাজের মধ্যে ডুবে থাকতেই পছন্দ করেন। পাশাপাশি কোনও কাজের জন্য মা-বাবা ছাড়া আর কাউকে কৈফিয়ত দিতে হয় না তাঁকে। সেই জন্য এখন অথবা আগামী কয়েক বছরেও বিয়ের কোনও প্ল্যানিং নেই তাঁর।
কিন্তু তাই বলে রাইমা যে কোনোদিন বিয়ে করবেন না, এমনটা নয়। একথা একবারও জোর দিয়ে বলেননি অভিনেত্রী। বরং তিনি বলেন, এমন যদি কাউকে পান যার প্রেমে তিনি পাগল হয়ে যেতে পারবেন তাহলেই স্রেফ তিনি বিয়ের কথা ভাববেন। নাহলে এমনই বেশ ভালো আছেন।
আরও পড়ুনঃ কান ধরে ক্ষমা চাইল সূর্য! মান-অভিমান মিটিয়ে ‘সুদীপা’র রোম্যান্স দেখে চোখ জুড়োলো দর্শকদের
আরও পড়ুনঃ সকলকে তাক লাগিয়ে নতুন রূপে ফিরছেন মিঠাই সিরিয়ালের ‘ধারা’, প্রকাশ্যে এল ফার্স্ট লুক
একটা নির্দিষ্ট বয়স হলেই চেনা পরিচিতেরা বিয়ে নিয়ে প্রশ্ন করতে থাকেন। আর যদি সেই মানুষটা তারকা হন, তাহলে তো চেনা-অচেনা সকলেই সাত পাক ঘোরা নিয়ে জিজ্ঞেস করতে শুরু করে দেন। রাইমার কথায়, সমাজের কাছে বিয়ের বয়স হয়ে গিয়েছে মানেই বিয়ে করে নিতে হবে। অন্য লোকেরা কী ভাববে সেটা ভেবেই সকলে আসলে চিন্তিত হয়ে পড়েন।
তবে রাইমা এই পারিপার্শ্বিক চাপকে গুরুত্ব দিতে নারাজ। তিনি নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। বিয়েও নিজের ইচ্ছাতেই করবেন। অন্য কারোর কথায় নয়। ব্যক্তিগত জীবন চিরকাল লাইমলাইট থেকে দূরে সরিতে রেখেছেন তিনি। আর তেমনটাই রাখতে চান। সেই জন্য প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন করতেই তিনি খাপ্পা হয়ে যান। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন, একটি সম্পর্ক ভাঙার পরেই নাকি বিয়ে নিয়ে এমন অনীহা দেখা দিয়েছে ‘মহানায়িকা’র নাতনির।